গাইবান্ধার বিষমুক্ত লিচু

জাভেদ হোসেন,গাইবান্ধা
  প্রকাশিত : ০৮ জুন ২০১৭, ১৩:১৫
অ- অ+

লিচুর জন্য বিখ্যাত উত্তরাঞ্চলের দিনাজপুর। কিন্তু সম্প্রতি দিনাজপুরকে হার মানিয়েছে গাইবান্ধার লিচু। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের কোচমুড়ি গ্রামে উৎপন্ন হওয়া এ লিচু যেমন বিষমুক্ত ও মানে গুনে অতুলনীয়, তেমনি রসেও ভরপুর।

কোচমুড়ি গ্রামে মঙ্গলবার দুপুরে সরজমিনে যাওয়া হলে দেখা যায়, একাধিক লিচুর বাগান।

ওই গ্রামের বাসিন্দা জুয়েল জানান, এখানে কীটনাশক ছাড়াই লিচু উৎপাদন করা হয়। প্রায় ১০ বছর আগে এ এলাকায় লিচু চাষ হতো না। কিভাবে এ এলাকায় লিচু চাষ শুরু হলো তার বর্ণনা দিতে গিয়ে জুয়েল মিয়া বলেন, এই গ্রামের আব্দুল ওয়াহেদ মণ্ডলের ছেলে আব্দুল সাত্তার ওরফে ফনি মণ্ডল প্রায় ৮-৯ বছর আগে একটি মামলায় দিনাজপুরে কারাবন্দী ছিলেন।

সে সময় ওই কারাগারে থাকা দিনাজপুরের কাহারুল এলাকার জনৈক এনামুল নামে এক লিচু চাষির সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। পরে দুই বন্ধু জামিনে কারামুক্ত হলে ফনি মণ্ডলকে সঙ্গে নিয়ে এনামুল বাড়িতে আসেন। এরপর তিনি ফনিকে ঘুরে ঘুরে লিচুর বাগান দেখান এবং লিচু চাষ সম্পর্কে জ্ঞান দেন। এরপর তিনি এলাকায় পর্যায়ক্রমে শুরু করেন লিচুর চাষ।

জুয়েল মিয়া আরো জানান, ফনি মণ্ডলের নিকট থেকে শিক্ষা নিয়ে চায়না থ্রি জাতের লিচু চাষ করছেন তিনি।

এরপর দেখা মেলে ফনি মণ্ডলের সাথে। তিনি জানান, দিনাজপুরের বন্ধুর বাগান দেখে লিচু চাষে আগ্রহী হয়ে ওঠেন এবং সেখান থেকে লিচুর চারা এনে প্রথমে নিজ বাড়িতে রোপন করেন। লিচু চাষ দ্বিগুন লাভজনক হওয়ায় তিনি পরে পরিত্যক্ত ১ একর জমিতে মাদরাজ, চায়না ওয়ান, টায়না টু, চায়না থ্রি ও বেদনা এবং বোম্বাই জাতের লিচুর চাষ করেন। এতে তার খরচ হয়েছে প্রায় ৮০ হাজার টাকা।

তিনি গত বছরে লিচু বিক্রি করে আয় করেছেন ৫ থেকে ৭ লাখ টাকা। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকলে এবার মুনাফা পরিমাণ আরো বাড়বে।

ফনি মণ্ডল আরো জানান, বাগান লাগাতে লিচুর চারা রোপন ও পরিচর্চা ছাড়া তেমন কোন খরচ নেই। তাছাড়া একবার বাগানে চারা রোপন করলে দ্বিতীয়বার রোপনের প্রয়োজন হয় না। এ কারণে প্রথমবারের চেয়ে দ্বিতীয়বারে মুনাফার পরিমাণ আরো বেশি। কারণ দ্বিতীয়বার পরিচর্চা ছাড়া তেমন কোন ব্যয় নেই।

তিনি বলেন, বর্তমানে মাদরাজ লিচু পেকেছে। তবে এর চেয়ে চায়না থ্রি লিচুর স্বাদ অনেক বেশি। এ লিচু বাজারে আসতে আরো প্রায় এক সপ্তাহ সময় লাগবে।

একই গ্রামের লিচু চাষি আব্দুল হাই জানান, ফনি মণ্ডলের দেখাদেখি তিনিও ৬৬ শতক জমিতে লিচুর চাষ করেছেন। বর্তমানে কোচমুড়ি গ্রামের অধিকাংশ জায়গায় বিভিন্ন জাতের বিষমুক্ত লিচুর চাষ হচ্ছে। এ এলাকার মানুষ স্থানীয়ভাবে চাষ করা লিচু ছাড়া বাইরের লিচু খায় না। কারণ এখানকার লিচু বিষমুক্ত। এ বিষমুক্ত লিচু এলাকার চাহিদা মেটানোর পর তা দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে।

গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ছাহেরা বানু ঢাকাটাইমসকে জানান, মানগত দিক থেকে এখানকার লিচু অনেক ভাল। এ কারণেই অন্য এলাকার লিচুর চেয়ে এখানকার লিচুর চাহিদা একটু বেশি।

(ঢাকাটাইমস/৮জুন/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খানের ৪০তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল দখল চেষ্টার অভিযোগ
ঢাকা সফর নিয়ে দিল্লিতে এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি
বিদেশি চক্রের চেয়ে দেশীয় চক্র এখন বেশি ষড়যন্ত্র করছে: গয়েশ্বর 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা