সাভারে ছাত্রী অপহরণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
সাভারে ১০ম শ্রেণির শিক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় আশুলিয়ার জিরাবো এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয় অপহৃত ওই শিক্ষার্থীকে।
রবিবার গভীর রাতে থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করে আশুলিয়া থানা পুলিশ।
অভিযুক্ত শিক্ষক জসিম উদ্দিন সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক। তার বাড়ি ধামরাইয়ের মহিষাশী গ্রামে।
সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক এসএম কামরুজ্জামান মিয়া ঢাকাটাইমসকে জানান, রবিবার দুপুরে আশুলিয়ার জিরাবো এলাকায় অভিযান চালিয়ে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক জসিম উদ্দিনকে আটক করেন তারা। এসময় অপহৃত ঐ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।পুলিশ আরও জানায়, ১০ জুন গভীর রাতে মেয়েটির পিতা সাভার মডেল থানায় দশম শ্রেণীর শিক্ষার্থী অপহরণ ও ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন। মামলাটিতে উল্লেখ করা হয়, ৯ জুন সাভারের শিমুলতলা এলাকা হতে ঐ শিক্ষার্থীকে অপহরণের পর আত্মগোপন করেন শিক্ষক জসিম উদ্দন। এরপর গত দুই দিনে খোঁজের পর শিক্ষক জসিম ঐ শিক্ষার্থীকে অপহরণ করেছে বলে নিশ্চিত হন।
এ ঘটনায় জসিম উদ্দিনকে আদালাতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকাটাইমস/১১জুন/আইআই/ডব্লিউবি
মন্তব্য করুন