ফেসবুকে ভুয়া ছবি পোস্ট

দাঙ্গায় উসকানির অভিযোগে পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ১

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ জুলাই ২০১৭, ১৬:১৯ | প্রকাশিত : ০৯ জুলাই ২০১৭, ১৫:৫৫

সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হয় এমন উসকানিমূলক ছবি পোস্টের অভিযোগে পশ্চিমবঙ্গের সোনারপুরের এক বাসিন্দাকে শনিবার গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের কর্মকর্তারা।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে টানা অনুরোধ সত্ত্বেও এখনো বিভ্রান্তিকর ছবি ও তথ্য ঘোরাফেরা করছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়।

পুলিশ জানিয়েছে, ধৃতের নাম ভবতোষ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন দেবাশিস দত্ত নামে এক ব্যক্তি। গতকাল নিজ বাড়ি থেকেই ভবতোষকে গ্রেপ্তার করা হয়। আদালতে তোলা হলে ১১ জুলাই পর্যন্ত তার পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্টের সূত্রেই অশান্ত হয়ে উঠে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা পশ্চিমবঙ্গের বসিরহাট এলাকা। পুলিশ জানায়, ভবতোষের বিরুদ্ধে অভিযোগ ‘অওরত খিলোনা নেহি’ নামে একটি ভোজপুরি ছবির একটি বিশেষ দৃশ্য তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইলে আপলোড করেন। সঙ্গে লেখেন, এই ছবিটি বাদুড়িয়ার। এর পরে ওই পোস্টটি ফেসবুক, টুইটার সহ একাধিক সোশ্যাল মি়ডিয়ায় ছড়িয়ে পড়ে। প্রায় তিনশো জন ওই ছবিটি বিভিন্ন জায়গায় শেয়ার করেছেন। যার জেরে বিভ্রান্তিও ছড়িয়েছে।

কলকাতা পুলিশের পক্ষে জানানো হয়েছে, রাজ্যের আইন-শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন সোশ্যাল মি়ডিয়ার ওপরে কড়া নজর রাখছে তারা। সামাজিক ঐক্য নষ্ট করে এমন কোনও ভ্রান্ত তথ্য কিংবা ছবি পোস্ট করলে আইন-মাফিক ব্যবস্থা নেওয়া হবে।

সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোর চেষ্টার পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জনসাধারণকে পুলিশ অনুরোধ করেছে যে, তারা যেন সহযোগিতা করেন। সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য কিংবা ছবি পেলে যেন পুলিশকে জানান।

(ঢাকাটাইমস/৯জুলাই/জেএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

‘আইসিজে গণহত্যা মামলায় যোগ দেবে মিশর, ইসরায়েলের জন্য কঠোর আঘাত’

আফগানিস্তানে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩১৫

এবার সমাবর্তন বর্জন ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

পশ্চিম এশিয়ায় পরিযায়ী পাখিদের প্রধান শীতকালীন আবাস ইরান

কানাডায় শিখ নেতা হরদীপ হত্যাকাণ্ডে আরও ১ জন গ্রেপ্তার

আগামী বছরই অবসর নেবেন মোদি, প্রধানমন্ত্রী হবেন অমিত শাহ: বিস্ফোরক দাবি কেজরিওয়ালের 

৩ লাখ ফিলিস্তিনিকে পূর্ব রাফাহ থেকে সরিয়ে নেওয়া হয়েছে: ইসরায়েল

রাফাহ শহর ও সীমান্ত কেন এত গুরুত্বপূর্ণ?

ব্রাজিলের বন্যা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭

পৃথিবীতে শক্তিশালী সৌরঝড়ের আঘাত, ইন্টারনেট ও বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা

এই বিভাগের সব খবর

শিরোনাম :