জুনে ডিএমপিতে কাজের স্বীকৃতি পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১০ জুলাই ২০১৭, ১৬:৪০ | প্রকাশিত : ১০ জুলাই ২০১৭, ১৬:৩৪

ঢাকা মহানগর পুলিশের জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় ডিএমপির সদর দপ্তরে অনুষ্ঠিত এই সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। ডিএমপির কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া তাদের হাতে পুরস্কার তুলে দেন।

জুন মাসে ঢাকা মহানগর পুলিশের শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে তেজগাঁও বিভাগ। শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার হিসেবে নির্বাচিত হয়েছেন পল্লবী জোনের সহকারী কমিশনার এবিএম জাকির হোসেন, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিকদার মো. শামীম হোসেন, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) কদমতলী থানার পরিদর্শক মো. সাজু মিঞা, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অপারেশনস্) দারুসসালাম থানার পরিদর্শক খন্দকার সামছুজ্জামান, শ্রেষ্ঠ উপপরিদর্শক যৌথভাবে চকবাজার মডেল থানার উপপরিদর্শক মো. সেলিম খান ও পল্লবী থানার উপপরিদর্শক মো. বিল্লাল হোসেন, শ্রেষ্ঠ সহকারী উপপরিদর্শক যৌথভাবে মিরপুর থানার মো. মুক্তার আলী ও মতিঝিল থানার মো. হেলাল উদ্দিন।

জুন মাসে শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন আদাবর থানার সহকারী উপপরিদর্শক মো. সুমন মিয়া, শ্রেষ্ঠ বিস্ফোরক উদ্ধারকারী অফিসার কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিকদার মো. শামীম হোসেন, শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার পুলিশ পরিদর্শক (তদন্ত) কদমতলী থানার মো. সাজু মিঞা, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার চকবাজার মডেল থানার সহকারী উপরিদর্শক মো. সেলিম খান, শ্রেষ্ঠ চোরাই গাড়ী উদ্ধারকারী অফিসার খিলক্ষেত থানার উপপরিদর্শক মো. শরিফুল ইসলাম।

অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ টিম ওয়ারী জোনাল টিমের সহকারী পুলিশ কমিশনার মুকিত সরকার, বিস্ফোরকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ চুরি, ছিনতাই প্রতিরোধ ডিবি-পূর্ব টিমের জেষ্ঠ্য সহকারী পুলিশ কমিশনার মো. বশির উদ্দিন, মাদকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ টিম বিমানবন্দর জোনাল টিমের জেষ্ঠ্য সহকারী পুলিশ কমিশনার মহররম আলী। অজ্ঞান ও মলম পার্টি গ্রেপ্তারে শ্রেষ্ঠ টিম সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন টিমের জেষ্ঠ্য সহকারী পুলিশ কমিশনার এজেডএম তৈমুর রহমান।

ট্রাফিকের শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে ট্রাফিক-উত্তর বিভাগ। শ্রেষ্ঠ জেষ্ঠ্য সহকারী পুলিশ কমিশনার হিসেবে নির্বাচিত হয়েছেন বাড্ডা ট্রাফিক জোনের জেষ্ঠ্য সহকারী কমিশনার ফেরদৌসি রহমান, শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর-রামপুরা ট্রাফিক জোনের পরিদর্শক বিপ্লব ভৌমিক, শ্রেষ্ঠ ট্রাফিক উপপরিদর্শক (টিএসআই) মতিঝিল জোনের সুশান্ত কুমার।

বিশেষ পুরস্কারে ভূষিতরা হলেন- বিভিন্ন স্থানে সফলভাবে জঙ্গিবিরোধী অভিযান করায় কাউন্টার টেরোরিজম বিভাগ, মাদক উদ্ধারে উপ-পুলিশ কমিশনার ট্রান্সন্যাশনাল ক্রাইম, নব্য জঙ্গি গ্রেপ্তার ও বিস্ফোরক নিষ্ক্রিয় করণে উপ-পুলিশ কমিশনার স্পেশাল অ্যাকশন গ্রুপ, কাউন্টার টেরোরিজম বিভাগ।

হত্যা মামলার রহস্য উদঘাটনে সম্মিলিতভাবে পুরস্কৃত হয়েছেন- ডিবি উত্তরের অতিরিক্ত উপকমিশনার মো. শাহজাহান, খিলগাঁও জোনের জেষ্ঠ্য সহকারী কমিশনার নাদিয়া জুঁই, কদমতলী থানার পরিদর্শক তদন্ত মো. সাজু মিঞা, মতিঝিল থানার উপপরিদর্শক শেখ সাইফুল ইসলাম, যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক জাকির হোসেন, কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক মো. মামুন হোসেন এবং চকবাজার মডেল থানার উপপরিদর্শক মু. আশরাফুল আলম।

ভুয়া পুলিশ গ্রেপ্তারে সম্মিলিতভাবে পুরস্কৃত হয়েছেন- ডিবি উত্তরের জেষ্ঠ্য সহকারী কমিশনার মো. শাহ নুর আলম পাটওয়ারী, জেষ্ঠ্য সহকারী কমিশনার মো. তরিকুল ইসলাম, ডিবি দক্ষিণের জেষ্ঠ্য সহকারী কমিশনার খন্দকার রবিউল আরাফাত ও ডিবি দক্ষিণের সহকারী কমিশনার মো. ফজলুর রহমান।

ডাকাত গ্রেপ্তারে সম্মিলিতভাবে পুরস্কৃত হয়েছেন- ডিবি পূর্ব বিভাগের খিলগাঁও জোনাল টিমের জেষ্ঠ্য সহকারী কমিশনার মো. ইকবাল হোছাইন, ডিবি পূর্বের জেষ্ঠ্য সহকারী কমিশনার মুকিত সরকার, সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাজিরুর রহমান, উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (অপারেশন) মো. শাহ্ আলম, ও মুগদা থানার উপপরিদর্শক মো. সেলিম মিয়া।

ধর্ষণ মামলার রহস্য উদঘাটনে যৌথভাবে পুরস্কৃত হয়েছেন- ভিকটিম সাপোর্ট সেন্টারের অতিরিক্ত উপ কমিশনার আসমা সিদ্দিকা মিলি ও পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ইসমত আরা এমি।

ছিনতাইকারী গ্রেপ্তারে সম্মিলিতভাবে পুরস্কৃত হয়েছেন- তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সেন্টু মিয়া, সূত্রাপুর থানার উপপরিদর্শক উত্তম কুমার রাজবংশী, দারুসসালাম ট্রাফিক জোনের সার্জেন্ট মো. মঞ্জুরুল ইসলাম ও বাড্ডা ট্রাফিক জোনের সার্জেন্ট সাগর কুমার ঘোষ।

ট্রাফিক সচেতনতামূলক বিশেষ পুরস্কারে পুরস্কৃতরা হলেন- ওয়ারী ট্রাফিক জোনের অতিরিক্ত উপকমিশনার মো. সাইদুল ইসলাম ও জেষ্ঠ্য সহকারী কমিশনার মো. ফয়সাল মাহমুদ।

বিট পুলিশিং এ বিশেষ পুরস্কারে পুরস্কৃতরা হলেন- রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাবিদ কামাল শৈবাল, কোতয়ালী জোনের জেষ্ঠ্য সহকারী সহকারী পুলিশ কমিশনার বদরুল আলম, উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরে আলম সিদ্দিকী, কামরাঙ্গীচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন ফকির, ও দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিমুজ্জামান।

এছাড়াও বিশেষ পুরস্কারে পুরস্কৃতরা হলেন- যুগ্ম-পুলিশ কমিশনার (অপারেশনস), যুগ্ম-পুলিশ কমিশনার (সদরদপ্তর), যুগ্ম-পুলিশ কমিশনার (ডিবি), উপ-পুলিশ কমিশনার (এস্টেট অ্যান্ড ডেভলপমেন্ট), উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পিআর), উপ-পুলিশ কমিশনার (তেজগাঁও), উপ-পুলিশ কমিশনার (অর্থ), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক পশ্চিম), উপ-পুলিশ কমিশনার (সাইবার ক্রাইম), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এস্টেট অ্যান্ড ডেভলপমেন্ট), স্পেশাল অ্যাসিস্টেন্ট টু কমিশনার ও সিস্টেম এনালিস্ট।

(ঢাকাটাইমস/১০জুলাই/এএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

মুগদায় আইডিয়াল শিক্ষার্থীকে পিষে মারল ময়লার গাড়ি, চালক আটক

পুরান ঢাকায় বাবার সঙ্গে অভিমান করে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

প্রীতি উরাংয়ের মৃত্যু: বিচার চায় সচেতন নাগরিক সমাজ

তীব্র তাপপ্রবাহে জনসাধারণের মাঝে পানি, খাবার স্যালাইন বিতরণ বিএনপির

মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে: সালাম

ঢাকা মেডিকেলে এক কারাবন্দিকে মৃত ঘোষণা

ভাষানটেকে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫, বাকি একজনও আশঙ্কাজনক

মুগদা-মান্ডা সড়কে অভিযান: ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর ও মারধরের অভিযোগ  

মোহাম্মদপুরে তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ

এই বিভাগের সব খবর

শিরোনাম :