মেয়েকে ধর্ষণ: সৎ বাবা আবার রিমান্ডে

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জুলাই ২০১৭, ১৮:২২

মেয়েকে ধর্ষণের অভিযোগের মামলায় সৎ বাবা বেসরকারি টিভি চ্যানেলের শব্দ প্রকৌশলী আরমান হোসেন সুমনকে (৩৮) আবার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকা সিএমএম আদালত।

রবিবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার পুনরায় ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।

এদিন দুই দিনের রিমান্ড শেষে কাউন্টার টেরিরিজম ইউনিটের সোস্যাল মিডিয়া মনিটরিং টিমের পুলিশ পরিদর্শক মো. নাজমুল নিশাত ফের ১০ দিনের এই রিমান্ডের আবেদন করেন। এর আগে গত ১৩ জুলাই দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত।

গত ১১ জুলাই রাতে রমনা থানায় ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনের ৯(১) ধারায় এবং তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় এ মামলা দায়ের করেন ওই তরুণী। এরপর গত ১২ জুলাই রাতে সুমনকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলায় বলা হয়, ধর্ষিতার বাবার সঙ্গে তার মায়ের তালাক হওয়ার পর ২০০৫ সালে আরমান হোসেনকে বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের এক বছর পর থেকে মায়ের কাছে থাকা শুরু করেন ধর্ষিতা। তার মা চাকরির কারণে বাসায় না থাকার সুযোগে সৎ বাবা মোহাম্মদপুরের নুর জাহান রোডের বাড়িতে ২০০৮ সালের কোনো একদিন দুপুরে সে সময়কার সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়েটিকে প্রথম ধর্ষণ করেন। ওই সময় মেয়েটির আপত্তিকর ছবি মোবাইলে তুলে রাখেন তিনি। এরপর থেকে ছবি ও ভিডিও প্রকাশের হুমকি দিয়ে প্রায়ই মেয়েটি ধর্ষণ করে আসছিলেন। এক পর্যায়ে ২০১৫ সালে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে আরমানই তার অবৈধ গর্ভপাত ঘটান। এরপরও মেয়েটির ওপর চলে নির্যাতন। এ নির্যাতন সহ্য করতে না পেয়ে গত বছরের ডিসেম্বরে নিউ ইস্কাটন রোডের খালার বাসায় চলে যান ওই তরুণী। এরপরও তাকে কুপ্রস্তাব পাঠাতেন আরমান। রাজি না হলে এক পর্যায়ে ধর্ষণের ভিডিও ক্লিপ ওই মেয়েটির বন্ধুর কাছে পাঠিয়ে দেয়া হয়।

(ঢাকাটাইমস/১৬জুলাই/আরজেড/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি

আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি

কক্সবাজারে কতজন রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

এই বিভাগের সব খবর

শিরোনাম :