‘প্রয়াসের’ ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ জুলাই ২০১৭, ১৬:৩৮

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান ‘প্রয়াসের’ ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

মঙ্গলবার ঢাকা সেনানিবাসের ‘প্রয়াস হলে’ এক আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াসের প্রধান পৃষ্ঠপোষক বেগম সোমা হক।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রয়াসের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রয়াসের শিক্ষার্থী বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা এতে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় প্রয়াসের নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ, কর্নেল মো.শহীদুল আলম।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে কেন্দ্রীয় প্রয়াসের পৃষ্ঠপোষক হামিদা বেগম চৌধুরী এবং বেগম সৈয়দা তৌহিদা রহমান, প্রয়াস পরিচালনা পর্ষদের সভাপতি ও সদস্যবৃন্দ এবং প্রাক্তন নির্বাহী পরিচালক ও অধ্যক্ষবৃন্দসহ সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত ‘প্রয়াস’ বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানটি সেনা পরিবার কল্যাণ সমিতির একটি মানবিক উদ্যোগে ২০০৬ সালের এই দিনে ছোট পরিসরে যাত্রা শুরু করে। এই প্রতিষ্ঠানটি বিশেষ শিশুদের চিকিৎসা, শিক্ষা, প্রশিক্ষণ, পুনর্বাসন এবং শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমকে ছড়িয়ে দিতে দেশব্যাপী এর ১১টি শাখা বিস্তৃত করেছে। বিশেষায়িত প্রতিষ্ঠানটি বিশেষ শিশুদের জন্য বিশেষ শিক্ষা, একীভূত শিক্ষাসহ বিশেষ শিক্ষায় শিক্ষক ও পেশাজীবী তৈরির জন্য বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর অধিভুক্তিতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে উচ্চ শিক্ষা কার্যক্রম চালু করেছে। বিশেষ শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা, ক্রীড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও তথ্য-প্রযুক্তির ক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করে দেশের জন্য সুনাম বয়ে আনছে বলা হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

(ঢাকাটাইমস/১৮জুলাই/এএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

হাসিনা-থাভিসিন দ্বিপাক্ষীক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর

কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা স্বেচ্ছাচারিতামূলক: টিআইবি

রোহিঙ্গা ইস্যুতে একসঙ্গে কাজ করবে ঢাকা-ব্যাংকক: পররাষ্ট্রমন্ত্রী

একযোগে আট বিভাগে সম্পন্ন হলো ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

৭৬ বছরের রেকর্ড ভাঙছে তাপপ্রবাহ

তাপপ্রবাহে রেলের কর্মীদের জন্য ৫ নির্দেশনা

মানবসম্পদ উন্নয়নে উচ্চ শিক্ষার বিকল্প নেই: স্থানীয় সরকার মন্ত্রী

তাপমাত্রার মতোই বেড়েছে সবজি ও মাছ-মাংসের দাম

১৬ জেলায় তীব্র তাপপ্রবাহ, দুই জেলায় অতি তীব্র

বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :