‘আমরা গোল দেব, জঙ্গিদের দিতে দেব না’

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ জুলাই ২০১৭, ১৮:২৭

খুলনা রেঞ্জ ডিআইজি দিদার আহম্মদ বলেছেন, ‘খুলনা বিভাগের ঝিনাইদহ ও কুষ্টিয়া জঙ্গিদের সন্ধান পাওয়ার পর তা সবার সহযোগিতা দ্রুত নির্মূল করা সম্ভব হয়েছে। জনসাধারণের সহযোগিতায় জঙ্গি দমনে আমরা (পুলিশ) রেফারির ভূমিকা পালন করেছি। এক্ষেত্রে জঙ্গিবাদ দমনে সব গোল আমরা দেব, কিন্তু জঙ্গিদের কোনো গোল দিতে দেব না।’

পুলিশ সুপার সরদার রকিবুল ইসলামের সভাপতিত্বে মঙ্গলবার দুপুরে নড়াইলের সুলতান মঞ্চে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি দিদার আহম্মদ এসব কথা বলেন।

ডিআইজি বলেন, ‘জঙ্গি ও মাদক নিয়ন্ত্রণে খুলনা বিভাগে নড়াইল জেলা সফল হয়েছে। জঙ্গি ও মাদকমুক্ত জেলা ঘোষণার ক্ষেত্রে নড়াইল প্রথমে রয়েছে। কিন্তু আমি ঘোষণায় বিশ্বাসী নই, কাজে বিশ্বাসী। এক্ষেত্রে পুলিশ, সাংবাদিক, জনপ্রতিনিধি ও জনসাধারণের সহযোগিতায় জঙ্গি ও মাদকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।’

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, নড়াইলের জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমির লিটু, সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা সাঈফ হাফিজুর রহমান খোকন, নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, জেলা পরিষদ সদস্য রওশন আরা লিলি, আব্দুল হাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মল্লিক প্রমুখ।

(ঢাকাটাইমস/১৮জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :