আখাউড়ায় হরিজন সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে মাবনবন্ধন

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জুলাই ২০১৭, ১৮:৩৬

আখাউড়ায় হরিজন জনগোষ্ঠীর জীবনমান, মানবাধিকার ও সামাজিক মর্যাদা উন্নয়নের দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার সকালে আখাউড়া পৌরশহরের মটরস্ট্যান্ডের স্টেশন সড়কে এ মানববন্ধন করা হয়।

বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ আখাউড়া উপজেলা শাখার হরিজন পল্লীর শতাধিক নারী-পুরুষ এ মাববন্ধনে অংশগ্রহণ করেন। পরে একটি মিছিল বের করে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মরকলিপি প্রদান করেন হরিজন ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা।

এ সময় হরিজন সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে পাঁচদফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শামসুজ্জামানের কাছে।

এ সময় উপস্থিত ছিলেন হরিজন ঐক্য পরিষদ জেলা কমিটির সাধারণ সম্পাদক নসীব হরিজন, আখাউড়া হরিজন পল্লীর সরদার রাজন, সুরেশ, নয়ন, রনি, চুন্নু, পুতুলী, কলসী, তুতয়া, বিঝলী প্রমুখ।

হরিজন ঐক্য পরিষদ জেলা কমিটির সাধারণ সম্পাদক নসীব হরিজন ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া হরিজন পল্লীর সরদার রাজন, সুরেশ, নয়ন, রনি, চুন্নু, পুতুলী, কলসী, তুতয়া, বিঝলী প্রমুখ।

(ঢাকাটাইমস/২৩জুলাই/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :