কার্বণ নিঃসরণে বাংলাদেশ বেশি সচেতন: টিআইবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জুলাই ২০১৭, ২২:০৮

জলবায়ুর নেতিবাচক পরিবর্তনে অন্যতম প্রধান উপাদান কার্বন নিঃসরণের বিষয়টি নিয়ে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের সরকার বেশি সচেতন বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

তবে সংস্থাটির মতে, জলবায়ু পরিবর্তন রোধে অঙ্গীকারগুলোর বিষয়ে সরকারের চেয়ে বেসরকারি সংস্থাগুলো ভালো জানে|

সোমবার রাজধানীর মাইডাস সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জলবায়ু সম্পর্কিত এক গবেষণা প্রতিবেদন প্রকাশকালে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এসব কথা বলেন। ‘জলবায়ু পরিবর্তন উপশমে স্বপ্রণোদিত অঙ্গীকার ও প্রতিপালন: দক্ষিণ এশীয় অভিজ্ঞতাভিত্তিক পদ্ধতিগত পর্যবেক্ষণ’ শিরোনামে গবেষণা প্রতিবেদনটি তুলে ধরেন গবেষকদলের প্রধান ড. এ কে এনামুল হক।

এনামুল হক বলেন, ‘আমাদের সরকার ২০৩০ সাল নাগাদ কার্বন নিঃসরণ ৫ শতাংশ কমানোর অঙ্গীকার করেছে, তবে যথেষ্ট বিদেশি সহায়তা পেলে এটা ১৫ শতাংশ কমাতে চায় সরকার। সেই সহায়তা কোন কোন ক্ষেত্রে আনা যেতে পারে সেটি আমাদের গবেষণায় রয়েছে।’

এ গবেষণায় কার্বন নিঃসরণ কমানোর সহজ ১০টি প্রধান কৌশল উল্লেখ করা হয়। এর মধ্যে রয়েছে- নগরে যানজট নিরসন, পরিবহন ব্যবস্থার উন্নয়ন, ইটভাটায় জ্বালানি পরিবর্তন, বিদ্যুতের ক্ষেত্রে জ্বালানি দক্ষতা বৃদ্ধি, বিদ্যুৎ কেন্দ্রের আধুনিকায়ন, শহুরে বর্জ্য থেকে জৈব সার উৎপাদন এবং গ্রামে উন্নত চুলার ব্যবহার বাড়ানো।

গবেষণা প্রতিবেদন উপস্থাপনের পর টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণ বা কমানোর মূল দায়িত্ব সরকারের। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষেরও দায় রয়েছে। কার্বন নিঃসরণে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের সরকার বেশি সচেতন।

ইফতেখারুজ্জামান আরও বলেন, জলবায়ু পরিবর্তন রোধের বিষয়ে সরকারের চেয়ে বেসরকারি প্রতিষ্ঠানগুলো ভালো জ্ঞান রাখে। তবে যে উদ্যোগের মাধ্যমে কার্বন নিঃসরণ কমানো সম্ভব, তা খুবই ব্যয়বহুল। তাই সরকারি উদ্যোগটা বেশি প্রয়োজন।

কার্বন নিঃসরণে বিদেশি সহায়তা পেতে প্রতি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হওয়া প্রয়োজন জানিয়ে ইফতেখারুজ্জামান বলেন, দেশে সুশাসনের মূল উপাদান না থাকলে বাংলাদেশ পিছিয়ে যাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গবেষণা দলের সদস্য ড. প্রণব মুখোপাধ্যায়, ড. মানি নেপাল, ফাতিমাত শফিকা ও ড. হেমান লোহানা।

(ঢাকাটাইমস/২৪জুলাই/এসও/মোআ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

হাসিনা-থাভিসিন দ্বিপাক্ষীক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর

কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা স্বেচ্ছাচারিতামূলক: টিআইবি

রোহিঙ্গা ইস্যুতে একসঙ্গে কাজ করবে ঢাকা-ব্যাংকক: পররাষ্ট্রমন্ত্রী

একযোগে আট বিভাগে সম্পন্ন হলো ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

৭৬ বছরের রেকর্ড ভাঙছে তাপপ্রবাহ

তাপপ্রবাহে রেলের কর্মীদের জন্য ৫ নির্দেশনা

মানবসম্পদ উন্নয়নে উচ্চ শিক্ষার বিকল্প নেই: স্থানীয় সরকার মন্ত্রী

তাপমাত্রার মতোই বেড়েছে সবজি ও মাছ-মাংসের দাম

১৬ জেলায় তীব্র তাপপ্রবাহ, দুই জেলায় অতি তীব্র

বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :