ঢাবি ক্যাম্পাস জার্নালিজম অ্যাওয়ার্ড পেলেন ছয়জন

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ জুলাই ২০১৭, ১৪:৩২ | প্রকাশিত : ২৮ জুলাই ২০১৭, ২১:২৫

‘শহীদ শাহ চিশতী হেলালুর রহমান ট্রাস্ট ফান্ড’ ও ‘মনোয়ার হোসেন স্মৃতি ট্রাস্ট ফান্ড’-এর ক্যাম্পাস জার্নালিজম অ্যাওয়ার্ড-২০১৭ পেয়েছেন বিভিন্ন গণমাধ্যমের ছয়জন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রতিনিধি।

আজ শুক্রবার বিকেলে ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি অনুষ্ঠানটি আয়োজন করে।

দুই ট্রাস্ট ফান্ডের আওতায় তিনজন করে পুরস্কৃত হন। মনোয়ার হোসেন স্মৃতি ট্রাস্ট ফান্ডের পুরস্কার পেলেন (যৌথভাবে প্রথম) যুগান্তরের ক্যাম্পাস রিপোর্টার মাহমুদুল হাসান নয়ন ও বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের তপন কান্তি রায়। দ্বিতীয় হয়েছেন ডেইলি স্টার-এর ক্যাম্পাস রিপোর্টার মাহাদী আল মুহতাসিম।

শহীদ শাহ চিশতী হেলালুর রহমান ট্রাস্ট ফান্ডের প্রথম পুরস্কার পান ডেইলি অবজারভারের ক্যাম্পাস রিপোর্টা্র আব্দুল করিম, দ্বিতীয় বণিক বার্তার ক্যাম্পাস রিপোর্টার সাইফ সুজন এবং তৃতীয় প্রথম আলোর ক্যাম্পাস রিপোর্টার আসিফুর রহমান।

ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি ফরহাদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফররুখ মাহমুদ।

প্রধান অতিথির বক্ততায় উপাচার্য আরেফিন সিদ্দিক বলেন, প্রযুক্তির আশীর্বাদে অনেক বড় পৃথিবী আজ আমাদের হাতের মুঠোয়। সাংবাদিকরা সাধারণ মানুষের কাছে তথ্য পৌঁছে দিয়ে সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

উপাচার্য বলেন, মানুষের মেধা ও তথ্য এক হয়ে পৃথিবীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর এই মেধা ও তথ্যর সংমিশ্রণ সুচারুরূপে নিজের মধ্য পরিপূর্ণভাবে প্রতিফলিত করতে পারেন একমাত্র সাংবাদিকরা। কারণ তথ্যর সঠিক ব্যাখ্যা-বিশ্লেষণ করা সাংবাদিকদের প্রধান কাজ ।

আরেফিন সিদ্দিক শাহ চিশতী ও মনোয়ার হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, সাংবাদিকদের সব সময় পাঠককে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। বস্তুনিষ্ঠতা ছাড়া সংবাদের কোনো মূল্য নেই। সংবাদপত্রগুলোকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপিস্থিত ছিলেন ঢাবি সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক রিয়াদুল করিম, জাতীয় প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সাবেক সভাপতি মাহবুব রনিসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।

(ঢাকাটাইমস/২৮জুলাই/মোআ)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

গণমাধ্যমকর্মী আইন নিয়ে অংশীজদের মতামত নেয়া শুরু হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী

ডিএসইসির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

‘সাংবাদিক আর ইউটিউবার বা ব্লগারের বিভাজন’

চতুর্থ মেয়াদে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ

সাংবাদিক ফরিদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে ক্র্যাবের আল্টিমেটাম

সাংবাদিক নির্যাতন বন্ধ ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নতুন সভাপতি মুক্তাদির, সম্পাদক জাওহার

আরআরএফের সভাপতি মিজান, সম্পাদক নিশাত ও দপ্তর সম্পাদক মেহেদী

সাংবাদিক নেতা রমিজ খানের ইন্তেকাল, বিএফইউজের শোক

ঈদের ছুটি না পাওয়া গণমাধ্যমকর্মীদের যথাযথ সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজের

এই বিভাগের সব খবর

শিরোনাম :