ডোবায় গৃহবধূর লাশ, স্বামী পলাতক

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জুলাই ২০১৭, ১০:২৯

বাগেরহাটের রামপালে একটি ডোবা থেকে আবেদা বেগম নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের কিসমত কুমলাই গ্রামের হাবিব শেখের বাড়ির দক্ষিণ পাশের ডোবা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

গৃহবধু আবেদাকে শ্বাসরোধে হত্যার পর পানিতে ফেলে দেয়া হয়েছে বলে পুলিশ ধারণা করছে। ময়নাতদন্তের জন্য তার লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর আবেদার স্বামী হাবিব শেখ পালিয়ে যান।

আবেদা বেগম উপজেলার বাইনতলা ইউনিয়নের কিসমত কুমলাই গ্রামের হাবিব শেখের স্ত্রী।

প্রতিবেশিদের বরাত দিয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলায়েত হোসেন রবিবার সকালে বলেন, শনিবার স্থানীয়রা ডোবায় একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। সেখানে গিয়ে পুলিশ ডোবা থেকে অর্ধগলিত এক নারীর লাশ উদ্ধার করে। প্রতিবেশিরা তাকে স্থানীয় ঘের ব্যবসায়ী হাবিব শেখের স্ত্রী বলে সনাক্ত করেন। হাবিব আবেদা দম্পতির তিনটি মেয়ে। তাদের সবার বিয়ে দেয়ার পর এই দম্পতি এই বাড়িতে থাকতেন। বেশ কিছুদিন ধরে তাদের পারিবারিক কলহ চলছিল। স্বামী হাবিব তুচ্ছ ঘটনা নিয়ে আবেদাকে প্রায়ই মারধর করত। ওই পারিবারিক কলহের জের ধরে হাবিব তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর তা লুকিয়ে ফেলতে ডোবায় ফেলে দেয় বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর হাবিব এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তাকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। ময়না তদন্তের জন্য ওই গৃহবধূর লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

(ঢাকাটাইমস/৩০জুলাই/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :