বাগেরহাটে হাজতির মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ আগস্ট ২০১৭, ১০:৩১

বাগেরহাট কারাগারে সাইফুল ইসলাম বদির নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে দশটায় বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু হয়। সাইফুল জেলার ফকিরহাট থানায় করা একটি মারামারি মামলায় গত ১২ মে থেকে জেলা কারাগারে ছিলেন।

সাইফুল ইসলাম বদির জেলার ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের রাজপাট গ্রামের আলী আহম্মেদের ছেলে।

বাগেরহাট কারাগারের কারা তত্ত্বাবধায়ক মো. গোলাম দস্তগীর সকালে এই প্রতিবেদককে বলেন, মারামারির একটি মামলায় কারাগারে থাকা হাজতি সাইফুলের শনিবার রাত সাড়ে নয়টার দিকে হঠাৎ করে বুকে ব্যাথা ওঠে। তখন আমরা সাইফুলকে চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে দশটায় তার মৃত্যু হয়। বাগেরহাট সদর হাসপাতালে তার ময়না তদন্তের পর পরিবারের কাছে দেহ হস্তান্তর করা হবে।

বাগেরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অরুন চন্দ্র মন্ডল বলেন, বুকে ব্যাথা নিয়ে ভর্তি হওয়া হাজতি সাইফুলের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। ময়না তদন্তের পরীক্ষার পর তার মৃত্যুর কারণ জানা যাবে।

(ঢাকাটাইমস/৬আগস্ট/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :