শিবচরে চরাঞ্চলের হাজার হাজার ঘর-বাড়ি পানির নিচে

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ আগস্ট ২০১৭, ১৭:৫২

মাদারীপুর জেলার শিবচরের পদ্মা নদীতে পানি বেড়ে বিপদসীমার ২৬ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত তিনদিন ধরে অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে পানি। ফলে উপজেলার চরজানাজাত, কাঁঠালবাড়ী,বন্দোরখোলা, মাদবরেরচর, সন্যাসীরচরের হাজার হাজার মানুষ পানি বন্দী হয়ে পরেছে। দুর্ভোগ চরমে পৌছেছে সুবিধা বঞ্চিত এ সকল চরাচঞ্চলে।

সূত্রে জানা গেছে, চরজানাজাত ইউনিয়নেরই আব্দুল মজিদ বেপারীর কান্দি, মোনা বেপারীর কান্দি, নুরু বেপারীর কান্দি, ছিরু চৌধুরীর কান্দি, মালেক তালুকদার কান্দি, নেছারউদ্দিন সরকারেরকান্দি, রুস্তুম বেপারীর কান্দি, করিম বেপারীর কান্দি, কাঁঠালবাড়ী ইউনিয়নের হাজরা, কলাতলীসহ বেশ কয়েকটি গ্রাম, সন্যাসীরচর, শিরুয়াইল ইউনিয়নের আড়িয়াল খাঁ নদীর তীরবর্তী গ্রামগুলোসহ বেশ কিছু গ্রাম বন্যার পানিতে নিমজ্জিত। গত ৪৮ ঘণ্টায় এ সকল এলাকার নতুন নতুন গ্রামেও প্রবেশ করেছে বন্যার পানি।

সরেজমিনে শনিবার বন্যা কবলিত মাদারীপুর জেলার শিবচর উপজেলার এ সকল চরাঞ্চল ঘুরে দেখা গেছে, ঘর-বাড়ি তলিয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে দরিদ্র মানুষেরা। কোন কোন ঘরবাড়ি পুরোপুরি তলিয়ে যাওয়া নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে ছুটছে চরের মানুষ। কোন কোন ঘরের চালা পর্যন্ত পানি।

এসব চরের জীবিকার অন্যতম মাধ্যম পশুপালন। কৃষিকাজের পাশাপাশি প্রায় প্রতিটি পরিবারেরই রয়েছে এক বা একাধিক গরু-ছাগল। গবাদি পশু নিয়ে আরো বিপাকে পরেছে চরের মানুষেরা। দেখা দিয়েছে গো-খাদ্যের সংকটও।

শিবচর উপজেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই চরের মানুষের উপজেলা সদরের সাথে যোগাযোগ করতে নৌপথে দুই থেকে আড়াই ঘণ্টা লেগে যায়। আর চরে অবস্থিত হাট-বাজারও পানিতে তলিয়ে যাওয়া চরম খাদ্য সংকট দেখা দিয়েছে পুরো চরজুড়ে। এখন পর্যন্ত সরকারি কোন সহযোগিতা চরের মানুষের হাতে পৌঁছায়নি।

চরজানাজাত ইউনিয়নের বন্যা কবলিত হালিমা বেগম বলেন, ‘ঘরের ভেতর এক গলা পানি। মাচা করে কোনমতে বেঁচে আছি। চারপাশে পানি আর পানি। গরু-ছাগল নিয়ে জীবন-মরণ অবস্থা। এই কষ্টের মাঝেও সরকার আমাগো দেহে না। কোন সাহায্য পাই নাই।’

গৃহবধূ রিনা বেগম বলেন,‘সাংবাদিকরা কয়দিন ধইরা খালি ছবি তুইলা নিতাছে, কোন সাহায্য তো এহনও আইলো না। আমরা প্রায় না খাইয়া আছি।’

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান আহমেদ জানান, ‘বন্যার পানিতে শিবচরের চরাঞ্চল তলিয়ে গেছে। দুর্গত মানুষের মাঝে প্রশাসনের পক্ষ থেকে শিগগিরই ত্রাণ পৌঁছে দেয়া হবে। এ নিয়ে কাজ চলছে।’

(ঢাকাটাইমস/১৯আগস্ট/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :