মির্জাপুরে মা সমাবেশ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
 | প্রকাশিত : ২৪ আগস্ট ২০১৭, ২২:০৭

টাঙ্গাইলের মির্জাপুরে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে জামুর্কী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ সমাবেশ হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এবং পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভলপমেন্ট (পিএইচডি)’র সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

জামুর্কী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী এজাজা খান চৌধুরী রুবেলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাত, মেডিকেল অফিসার শহিদুল ইসলাম, পিএইচডির ডেপুটি জেলা কো-অডিনেটর আরিফুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ হুমায়ূন কবীর, এসএসিএমও লুভনা আক্তার, পরিবার পরিকল্পনা পরিদর্শক মনির খান প্রমুখ।

দিনব্যাপী এ সমাবেশে জামুর্কী ইউনিয়নের ৭১ জন গর্ভবতী মায়ের গর্ভকালীন চেকআপ, কাউন্সিলিং, বিনামূল্যে রক্তের হিমোগ্লোবিন ও গ্রুপ নির্ণয়, সুগার পরীক্ষা, এবং আয়রন ও ক্যালসিয়াম ও বি-কমপ্লেক্স টেবলেট প্রদান করা হয়। এছাড়া ৩৪ জন সচেতন রক্তদাতার রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

(ঢাকাটাইমস/২৪আগস্ট/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :