বঙ্গবন্ধু কৃষি পদকপ্রাপ্ত শিল্পী তারা মিঞাকে কিশোরগঞ্জে সংবর্ধনা

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ আগস্ট ২০১৭, ১৮:৪০

কিশোরগঞ্জে ফুলেল সংবর্ধনায় সিক্ত হলেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত সৈয়দ নূরুল আউয়াল তারা মিঞা। তৃতীয়বারের মতো বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক পেলেন কৃষি গানের জাদুকর সৈয়দ নূরুল আউয়াল তারা মিঞা।

কৃষি উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধি, উদ্ধুদ্ধকরণ প্রকাশনা ও প্রচারণায় অবদানের জন্য ১৬ জুলাই সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদক দেন।

কিশোরগঞ্জ ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সম্মানিত উপদেষ্টা সৈয়দ নুরুল আউয়াল তারা মিঞাকে শনিবার সকালে জেলা প্রেসক্লাবে সংগঠনের আয়োজনে এক সংবর্ধনা দেয়া হয়।

কিশোরগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি রেজাউল হাবীব রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা বাসির উদ্দিন ফারুকী। প্রধান আলোচক ছিলেন ভোরের আলো সাহিত্য আসরের প্রধান পৃষ্টপোষক বীরমুক্তিযোদ্ধা কবি মো. নিজাম উদ্দিন।

সংবর্ধিত অতিথি ছিলেন সৈয়দ নুরুল আউয়াল তারা মিঞা।

সংবর্ধনা অনুষ্ঠানে সৈয়দ নুরুল আউয়াল তারা মিঞাকে কিশোরগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে অতিথিবৃন্দ ক্রেস্ট প্রদান করেন।

কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই তেরহাসিয়ার পীর সাহেব বাড়ি পৈত্রিক নিবাস হলেও বর্তমানে শহরের গাইটাল জনতা স্কুল সংলগ্ন বাড়িতে সপরিবারে বসবাস করছেন সৈয়দ নূরুল আউয়াল তারা মিঞা।

(ঢাকাটাইমস/২৬আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :