শেরপুরে দশআনী নদীতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ২১:৪০ | প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ২১:৩২
ফাইল ছবি

শেরপুরে ব্রহ্মপুত্র নদের শাখা দশআনী নদীতে ডুবে মিতু আক্তার (১০) ও আকাশী আক্তার (১১) নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার কামারের চর ইউনিয়নের শিবোত্তর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।।

স্থানীয়রা জানান, সদর উপজেলার শিবোত্তর গ্রামের কৃষক আবু বকরের মেয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থী আকাশী আক্তার ও হাবিল উদ্দিনের মেয়ে একই শ্রেণির শিক্ষার্থী মিতু আক্তার আজ বিকালে দশআনী নদীতে গোসল করতে যায়। এ সময় ওই দুই শিক্ষার্থী সাঁতার না জানায় নদীর গভীরে ডুবে যায় এবং তারা নিখোঁজ হয়। পরে বিষয়টি জানাজানি হলে ওই শিক্ষার্থীদের বাবা, মা ও আত্মীয় স্বজন খোঁজাখুঁজির এক পর্যায়ে নদীতে নেমে ঝাকিজাল দিয়ে সন্ধ্যার কিছু আগে ওই শিক্ষার্থীরদের মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়দের ফোনে ঘটনার বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম অবহিত হয়েছেন বলে তারা জানান।

(ঢাকাটাইমস/০৭সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :