পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৩১

চট্টগ্রামে পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের (পিসিটি) নির্মাণ কাজের উদ্ধোধন করলেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।

শুক্রবার সকাল ১০টায় বিমানবন্দর সড়কের পাশে টার্মিনাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য এম এ লতিফ, মেজর জেনারেল সিদ্দীকুর রহমান সরকার, বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, বন্দর পরিচালনা পরিষদের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম এ সময় উপস্থিত ছিলেন।

বন্দরের পরিচালনা পরিষদের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) জাফর আলম জানান, প্রায় এক হাজার ৮০০ কোটি ব্যয়ে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার বিভাগ নতুন কন্টেইনার টার্মিনালটি নির্মাণ করছে। বিমান বন্দর সড়কের বিএএফ শাহীন কলেজ গেইট থেকে শুরু করে জহুরুল হক ঘাঁটি গেইট পর্যন্ত প্রায় ৫০০ মিটার দীর্ঘ সড়কটি সোজা করার মাধ্যমে প্রায় ২৬ একর জায়গায় এই টার্মিনাল গড়ে তোলা হচ্ছে।

(ঢাকাটাইমস/০৮সেপ্টেম্বর/আইকে/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বন্দর নগরী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :