বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক অর্ধ লাখ, ধানের চারা মিলল ৩২ জনের

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
 | প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৭:১০

সম্প্রতি বন্যায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ক্ষতিগ্রস্ত ৪৪ হাজার ১৫৮ জন কৃষক। ক্ষতিগ্রস্তের তালিকায় এদের সবার নাম থাকলেও সরকারি প্রণোদনা হিসেবে ধানের চারা পেয়েছেন মাত্র ৩২ কৃষক।

চলতি বছরের ভয়াবহ বন্যায় ধানের চারা প্রথম দফার পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েন কৃষক। যমুনার পানি কমতে থাকলে দ্বিতীয় দফায় কৃষকরা আবার ধান চাষ রোপনে চারা সংকটে পড়েন। বিভিন্ন স্থান থেকে ধানের চারা সংগ্রহ করে জমিতে রোপন করেন তারা। এরপরও বন্যায় বীজতলা বিনষ্ট হওয়ায় কূল-কিনারা পাচ্ছেন না কৃষকরা।

এদিকে, আমন চারা রোপনের মৌসুমও প্রায় শেষ। খাবার সংকটের আশঙ্কায় তৃতীয় দফায় তারা জমিতে চারা রোপন করছেন।

ভূঞাপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর ভয়াবহ বন্যায় উপজেলার ছয়টি ইউনিয়নে বিভিন্ন প্রজাতির ধানের চাষ হয়েছিল মোট ৭ হাজার ৩০৫ হেক্টর জমিতে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে মোট ৪ হাজার ৬১২ হেক্টর জমির ধান। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ৪৪ হাজার ১৫৮ জন। ক্ষতিগ্রস্ত এসব কৃষকের মাঝে ধানের চারা ও বীজতলার সহযোগিতা পেয়েছে মাত্র ৩২ জন কৃষক।

ভূঞাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, বন্যার কারণে উপজেলার ফসলাদি, ধানের চারার ব্যাপক ক্ষতি হয়েছে। এ পর্যন্ত ৩২ জন কৃষক সরকারি প্রণোদনা হিসেবে বিনামূল্যে ধানের চারা পেয়েছেন। প্রান্তিক ও ক্ষুদ্র চাষিদের মাঝে ভুট্টা, সরিষা, চিনাবাদাম, বিটি বেগুন ইত্যাদি ধরণের বীজ বিতরণের প্রক্রিয়া চলছে।

প্রত্যেক কৃষককে ধৈর্য ধরতে হবে জানিয়ে তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ অব্যাহত আছে।

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :