উল্টো পথে প্রতিমন্ত্রী-সচিবের গাড়ি আটকান দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ২০:৫৫ | প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ২০:৩৬

উল্টো পথে গাড়ি চালানোর অভিযোগে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীকে জরিমানা করেছে পুলিশ। আজ রবিবার বিকালে পরিচালিত অভিযানে সচিব, বিচারক, পুলিশ ও সাংবাদিকরাও জরিমানার মুখে পড়েন।

ট্রাফিক পুলিশের একটি সূত্র জানায়, রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার সামনে আজ বিকেল চারটার দিকে হঠাৎ করেই দাঁড়ালেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তার উদ্যোগে পুলিশ সেখানে উল্টো পথে চলা গাড়ি ও মোটরসাইকেল আটকানো শুরু করে। দুই ঘণ্টা ধরে চলা এ অভিযানে মামলা ও জরিমানা করা হয়েছে ৫০টি যানবাহনকে, যার ৪০টিই সরকারি গাড়ি।

অভিযানে যেসব গাড়ির বিরুদ্ধে জরিমানা ও মামলা করা হয়েছে তার মধ্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিচারক, সরকারি দলের নেতা, পুলিশ ও সাংবাদিকের গাড়ি রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক দক্ষিণের অতিরিক্ত উপ-কমিশনার মেহেদী হাসান বলেন, ‘এটা আমাদের নিয়মিত অভিযান। অভিযানে দুদক চেয়ারম্যান উপস্থিত ছিলেন। তবে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।’

অভিযানে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিকের অতিরিক্ত কমিশনার মো. মোসলেহউদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে জানতে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদের মুঠোফোনে একাধিবার ফোন করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি।

ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/এএ

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :