ঢাবির ‘খ’ ইউনিটে পাস ১৬.৫৬ শতাংশ

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৫৭ | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৫৫
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার এই ইউনিটে ১৬.৫৬ শতাংশ ভর্তিচ্ছু পাস করেছে।

সোমবার দুপুর সাড়ে ১২টায় প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে ফলাফল ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন, অনলাইন ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. হাসিবুর রশিদ ও বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকরা।

প্রকাশিত ফলাফলে পাঁচ হাজার ১৮৮ জন উত্তীর্ণ হয়েছেন। ১৮৪.৭০ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজের আনিক ইসলাম। ১৭৪.৮০ নম্বর পেয়ে ডেমরা আইডিয়াল কলেজের তাসনিম দ্বিতীয় এবং ১৭২.১০ নম্বর পেয়ে রাজশাহী কলেজের নাতিক মাহমুদ তৃতীয় হয়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর ‘খ’ ইউনিটে দুই হাজার ৩৬৩ আসনের বিপরীতে আবেদন করে ৩২ হাজার ৭৫৩ ভর্তিচ্ছু। এর মধ্যে ৩১ হাজার ৩৩৬ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে পাস করে পাঁচ হাজার ১৮৮ জন। তিন শিক্ষার্থীর উত্তরপত্র বাতিল করা হয়েছে।

গত ২২ সেপ্টেম্বর এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৭০টি কেন্দ্রে এক ঘণ্টার এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার যে সুযোগ দিচ্ছে মালয়েশিয়া

বাহরাইনে এসএসসি পরীক্ষার ফল পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ স্কুলের ছাত্রছাত্রীরা

মাধ্যমিকে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ ফাইভ

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যাকাথনে চ্যাম্পিয়ন শাবিপ্রবি

ঈদের পর থেকে শনিবারও বন্ধ রাখা হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান

মাদরাসা বোর্ডে জিপিএ-ফাইভ বেড়েছে দ্বিগুণের বেশি

ক্যাম্পাস চালুর দাবি, কুবিতে প্রতীকী ক্লাস

জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালনায় আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ উপাচার্যের

কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে ৪ শতাংশ

গুচ্ছ ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

এই বিভাগের সব খবর

শিরোনাম :