সব ধর্মের গানের মানুষ তিনি

সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ।এখানে ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ একত্রে শান্তিপূর্ণভাবে বাস করে। এই সাম্প্রদায়িক সম্প্রীতির কথা শিল্প-সাহিত্যেও ঠাঁই পেয়েছে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে শিল্প চর্চা করছেন
কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ।
এ পর্যন্ত সহস্রাধিক গান লিখেছেন তিনি। সুর করেছেন অর্ধশতাধিক গানে। এসব গানে পাওয়া যায় মানুষের কথা, মানবতার কথা। তার গানে উঠে এসেছে সকল ধর্ম ও উৎসবের কথা।
মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টনসহ সব ধর্মের উৎসব নিয়েই গান লেখেন খালিদ।
গত কয়েকদিন ধরে মহাসমারোহে পালিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ উপলক্ষে মাহবুবুল এ খালিদ লিখেছেন ‘মা দুর্গা‘ শিরোনামের গান। যেটিতে সুরারোপ করেছেন জনপ্রিয় সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। আর কণ্ঠ দিয়েছেন স্বনামধ্যে শিল্পী দিনাত জাহান মুন্নি।
আসছে ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ দিবস আশুরা। ইসলামিক পঞ্জিকা অনুযায়ী মুহররম এর দশম দিনকে আশুরা বলা হয়। শিয়া সম্প্রদায় কারবালার বিষাদময় ঘটনার স্মরণে আশুরা পালন করে। আশুরাকে কেন্দ্র করে মাহবুবুল এ খালিদ লিখেছেন ‘হায় হোসেন’ শিরোনামের গান। এ গানটিরও সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। গেয়েছেন রাফসান ও কিশোর।
শুধু ধর্মীয় উৎসবই নয় মাহবুবুল এ খালিদ গান লিখছেন বৈচিত্রময় বিষয় নিয়েও।
মাহবুবুল এ খালিদের লেখা গানে মূর্ত হয়ে ওঠে সমাজের অবহেলিত মানুষের কথা। মালিকের অমানবিক অত্যাচারের শিকার শিশু গৃহকর্মী আদুরিকে নিয়ে গান লিখেছেন তিনি। সীমান্তে ফেলানী খাতুন হত্যায় ব্যাথিত গীতিকারের কলম থেকে অশ্রু ঝরেছে। ফেলানিকে নিয়ে তিনি লিখেছেন ‘ফেলানিরে করল গুলি’ শিরোনামের গান।
শুধু বাংলাদেশই নয়, বিশ্বের যেকোনো প্রান্তে মানবতার অবক্ষয়, অবমূল্যায়ন ও মানুষের প্রতি মানুষের নির্মম নির্যাতন ঘটছে, সেসব বিষয়ও উঠে এসেছে মাহবুবুল এ খালিদের লেখায়।
ফিলিস্তিন জনগোষ্ঠীর ওপর চলমান নির্যাতন নিয়ে তার লেখা ‘প্যালেস্টাইন, প্যালেস্টাইন’ কিংবা মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চলা হত্যা ও নির্যাতন বন্ধে ‘রোহিঙ্গা পিপল’ গানে তিনি আহ্বান জানিয়েছেন হিংসা ও হানাহানি ভুলে মানবপ্রেমের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়ার।
মাহবুবুল এ খালিদের লেখা কবিতা এবং গানগুলো প্রকাশিত হয় তার নিজস্ব ওয়েবসাইট www.khalidsangeet.com-এ। এই ওয়েবসাইটে তার লেখা গানের অডিও ও ভিডিও চিত্রের সাথে থাকে গানের শিল্পী, সুরকার, সংগীত পরিচালকসহ প্রত্যেকের পূর্ণাঙ্গ পরিচিতি। এখান থেকে সরাসরি সব গান শোনা ও ডাউনলোড করা যায় খুব সহজেই।
(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/এজেড)

মন্তব্য করুন