১১৭ বছরের পুরনো স্কুল জাতীয়করণের দাবিতে মানববন্ধন

নারায়ণঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ অক্টোবর ২০১৭, ১৯:১৮

সোনারগাঁওয়ে ১১৭ বছরের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সোনারগাঁও জি.আর ইনস্টিটিউশন স্কুল এন্ড কলজটি জাতীয়করণ না করায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার সকালে সোনারগাঁও পৌরসভা কার্যালয়ের সামনে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা এ কর্মসূচি পালন করেছেন। একই সঙ্গে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনূর ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সোনারগাঁওয়ের ১১৭ বছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় জমি, অবকাঠামো, শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষার মান ও পরিবেশ বজায় থকলেও সরকার এ স্কুলকে জাতীয়করণ করছে না। সোনারগাঁওয়ের প্রাণ কেন্দ্রে অবস্থিত এ স্কুলটি জাতীয়করণের ব্যাপারে অবশ্যই অগ্রাধিকার পাওয়া উচিত বলে দাবি করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন সোনারগাঁও জি.আর ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক কামরুল হাসান, সহকারী অধ্যাপক মনিরুজ্জামান, নুরুল হক, শফিউল ইসলাম, নজরুল ইসলাম, সিনিয়র শিক্ষক স্বপন কুমার সূত্রধর, ইব্রাহিম মিয়া, সামসুল কাইয়ুম, এখলাছুর রহমান, জসীমউদ্দিন সরকার, রঞ্জনা রানী সূত্রধর, লুৎফুন নেছা প্রমুখ।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :