মশার কয়েলের আগুনে দুই শ্রমিক দগ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ১১:৫৭ | প্রকাশিত : ২৪ অক্টোবর ২০১৭, ০৯:৩৮

টঙ্গীর উত্তর আউচপাড়া খাঁ পাড়া এলাকায় মশার কয়েলের আগুনে দুই পোশাক কারখানার শ্রমিক দ্বগ্ধ হয়েছেন। তারা হলেন- টাঙ্গাইল সদরের হোগরা এলাকার শাহজাহান মন্ডলের ছেলে মো. দীন ইসলাম এবং শেরপুরের নকলা থানার মধ্য নকলা এলাকার জবেদ আলীর ছেলে মো. জহিরুল ইসলাম।

দীন ইসলামের মামা মো. হযরত আলী জানান, তার ভাগ্নে ও জহিরুল স্থানীয় বিল্পবের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় হোপ লোন নামের পোশাক কারখানায় চাকরি করেন। সোমবার রাতে কয়েল জ্বালিয়ে তারা একই বিছানায় ঘুমিয়ে পড়ে।

রাত সাড়ে তিনটার দিকে কয়েল থেকে আগুন দ্রুত বিছানায় ছড়িয়ে পড়ে। দীন ইসলাম ও জহিরুল চিৎকার করতে করতে বেরিয়ে আসেন। পরে এলাকাবাসী বিছানার আগুন নেভান এবং দগ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

চিকিৎসকদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, দগ্ধদের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদের মধ্যে জহিরুলের শরীরের ৯০ শতাংশ এবং দীন ইসলামের শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে।

ঢাকাটাইমস/২৪অক্টোবর/প্রতিনিধি/এএ/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :