ঢাকার কর অঞ্চলে মিলবে ট্যাক্স আইডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ নভেম্বর ২০১৭, ১২:০৩

আজ রবিবার থেকে আবার মেলা শুরু হলেও আগামী ২০ নভেম্বর থেকে ‘ইনকাম ট্যাক্স আইডি কার্ড’ সংগ্রহ করা যাবে রাজধানীর কর অঞ্চলগুলোতে। আয়কর রিটার্ন জমা দিয়ে ২৮ নভেম্বর পর্যন্ত এ কার্ড সংগ্রহ করা যাবে।

সপ্তাহব্যাপী আয়কর মেলা শেষ হতে না হতেই আবার মেলার আয়োজন করলো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ থেকে শুরু হওয়া ‘বিকেন্দ্রীকৃত আয়কর মেলা’ দেশের সব কর অঞ্চলে চলবে। তবে শুধু শুধুমাত্র রাজধানীর কর অঞ্চলগুলোতে আয়কর রিটার্ন জমা দিয়ে আগামী ২০ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ট্যাক্স কার্ড সংগ্রহ করতে পারবেন করদাতারা।

এনবিআরের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন এ তথ্য জানান।

রাজস্ব বোর্ডের এই কর্মকর্তা ঢাকাটাইমসকে তিনি জানান, শেষ হওয়া সপ্তাহব্যাপী আয়কর মেলায় যে সুবিধা পাওয়া গেছে সে সুবিধাই থাকবে প্রতিটি কর অঞ্চলে। উৎসবমুখর পরিবেশে বিভিন্ন সেবা দেয়া হবে সেখানে। অফিস চলাকালীন এ সেবা দেয়া হবে বলে জানান তিনি।

এববিআর থেকে জানানো হয়, ৭ নভেম্বর শেষ হওয়া আয়কর মেলায় সারাদেশে আয়কর আহরণ হয়েছে দুই হাজার ২১৭ কোটি ৩৩ লাখ ১৪ হাজার ২২১ টাকা। যা গত বছর ছিল দুই হাজার ১২৩ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার ৮১১ টাকা। অর্থাৎ এ বছর আয়করে প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১২ শতাংশ।

এছাড়া এবার আয়কর মেলা থেকে সেবা নিয়েছে ১১ লাখ ৬৯ হাজার ৫৬৯ জন। গত বছর যা ছিল নয় লাখ ২৮ হাজার ৯৭৩ জন। আর রিটার্ন দাখিল করেছেন তিন লাখ ৩৫ হাজার ৪৮৭ জন। গত বছর এই সংখ্যা ছিল এক লাখ ৯৪ হাজার ৫৯৮ জন।

এবার ঢাকা বিভাগীয় শহরসহ দেশের ৫৬টি জেলা শহর, ৩৪টি উপজেলা, ৭১টি উপজেলায় (ভ্রাম্যমাণ) আয়কর মেলা অনুষ্ঠিত হয়। ঢাকায় মেলা হয় রাজধানী আগারগাঁওয়ে নিমার্ণাধীন জাতীয় রাজস্ব ভবনে।

(ঢাকাটাইমস/১২নভেম্বর/জেআর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

সোনালী ব্যাংকের সঙ্গে স্বেচ্ছায় একীভূত হচ্ছে বিডিবিএল

ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভ্যাল মঙ্গলবার শুরু

চাঁদপুরে সোশ্যাল ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প নির্মাণে ব্যবহৃত হবে বসুন্ধরা সিমেন্ট

চামড়া শিল্পের উন্নয়নে করণীয় নির্ধারণ করা হয়েছে: শিল্পমন্ত্রী

ন্যাশনাল ব্যাংকের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে

ফের বাড়ল সোনার দাম, প্রতি ভরি এক লাখ ১৭ হাজার টাকা

সরকারের আর্থিক সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিতে অডিট কার্যক্রমকে ফলপ্রসূ করার তাগিদ

ইসলামী ব্যাংকের বরিশাল জোনের কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত

সিটি ব্যাংক ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি স্বাক্ষর

এই বিভাগের সব খবর

শিরোনাম :