সিঙ্গাপুরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাহাঙ্গীর বাবু, সিঙ্গাপুর থেকে
 | প্রকাশিত : ১৬ নভেম্বর ২০১৭, ০৯:৩৩

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী সিঙ্গাপুর যুবলীগ আলোচনা সভা এবং জন্মদিনের কেক কাটার অনুষ্ঠান আয়োজন করে।

গত ১২ নভেম্বর রবিবার সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে সিঙ্গাপুর যুবলীগের সংগ্রামী আহ্বায়ক কে এইচ আলামিনের ভভাপতিত্বে আল জুনায়েদ শাখা যুবলীগের আহ্বায়ক ওমর ফারুক জসিমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিঙ্গাপুর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন। প্রধান বক্তা ছিলেন সিঙ্গাপুর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিশ্বজিৎ দাস জয়, বিশেষ অতিথি ছিলেন সিঙ্গাপুর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ আওয়ামী যুবলীগের গৌরব এবং সাফল্যের ৪৫ বছর নিয়ে আলোচনা করেন। আলোচনায় ১৯৭২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত যুবলীগের সংগ্রামী পথচলার কথা উল্লেখ করা হয়।

যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির জীবনী নিয়ে আলোচনায় বক্তারা বলেন, যুব সমাজকে যদি ১৯৭২ সালে সঠিক দিক নির্দেশনা দেয়া না হতো তাহলে হয়ত আজ বাংলাদেশ আরও অনেক পিছিয়ে যেত, যুবকরাই একটি সুন্দর সমাজ গঠনে সামনে থেকে নেতৃত্ব দিতে হয়।

যুবলীগের বর্তমান চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর ভুয়সী প্রশংসা করে বক্তারা বলেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দর্শনকে বিশ্বের দরবারে পৌঁছে দেয়ার জন্য তিনি শুরু করেন যুব জাগরণ, বিশ্ব দরবারে শেখ হাসিনাকে এক অনন্য উচ্চতায় পৌঁছাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন যুব জাগরণের মহানায়ক।

আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন সিঙ্গাপুর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মঞ্জুরুল ইসলাম হাসান, তৌহিদুল ইসলাম, শাখায়ত হোসেন রুবেল, সবুজ, ওয়াসিম, বুকিট বাটুক শাখা যুবলীগের আহ্বায়ক মামুন, আলজুনায়েদ শাখা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিলন, তাইসিং শাখা যুবলীগের আহ্বায়ক গুলজার, সেরাঙ্গন শাখা যুবলীগের আহ্বায়ক শওকত, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, উডল্যান্ড শাখা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শান্তি মন্ডল, ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি- সোহাগ মোহাম্মদসহ অনেকেই।

(ঢাকাটাইমস/১৬নভেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

দুবাইয়ে হাটহাজারী উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইউনুছ গণি চৌধুরীর সমর্থনে জনসভা

বৃহত্তর নোয়াখালী সোসাইটি বাহরাইনের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

রোম দূতাবাসে ‘প্রবাসী স্বার্থ ও স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সভা

মালয়েশিয়ায় বাংলাদেশি তরুণদের ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘রাজশাহী কিংস’

কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক  সম্মেলন অনুষ্ঠিত 

মোমেনের সাবেক স্ত্রী নাসিম পারভীনের মরদেহ উদ্ধার

আমিরাতে ইউনুছ গণি চৌধুরীর সমর্থনে জনসভা

পর্তুগালে ব্রাক্ষণবাড়িয়া কমিটির সভাপতি শাহাদুজ্জামান, সম্পাদক মানিক

বিএনপি-জামায়াত ধ্বংসের দ্বারপ্রান্তে: নাছিম

বাহরাইনে সাবের আহমেদের চাচা ও শাশুড়ির আত্মার মাগফেরাত কামনায় দোয়া

এই বিভাগের সব খবর

শিরোনাম :