লন্ডনে মেধাবী শিক্ষার্থীদের এক্সেল অ্যাওয়ার্ড প্রদান

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ নভেম্বর ২০১৭, ১৪:৫৬

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে এক্সেল অ্যাওয়ার্ড প্রদান-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। শনিবার পূর্ব লন্ডনের বিগল্যান্ড স্ট্রিটের কেয়ার হাউসে এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়।

শাব্বির আহমদ কাওসারের সভাপতিত্বে এবং রেদয়ান করিম ও লুবাব আজাদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইদ্রিস বান্না হাসান এবং এর তরজমা করেন খাদিজা নুর।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জাজ বেলায়েত হোসেন।

বিভিন্ন পর্যায়ে পড়ালেখায় যেসব শিক্ষার্থী অসাধারণ সাফল্য অর্জন করেছে, তাদের এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়া কমিউনিটির উন্নয়নে যারা বিশেষ অবদান রেখেছেন- এমন সব মিলে এবছর প্রায় ৬৫ জনকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হলো।

অনুষ্ঠানে বক্তব্য দেন- ইসলামী শরিয়া কাউন্সিলের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু সায়ীদ, দাওয়াতুল ইসলামের আমীর হাসান মইনুদ্দীন, জাজ বেলায়েত হোসেন, মাওলানা আব্দুর রহমান আল-মাদানী, ফয়জুল ইসলাম, শাব্বির আহমদ কাওসার প্রমুখ।

বক্তারা বলেন, আমাদের সন্তানেরা আশার আলো, আগামী দিনের ভবিষ্যৎ। লেখাপড়ায় তাদের আশাতীত সফলতায় এ বহুজাতিক সমাজে তারা আমাদের মুখ উজ্জ্বল করছে। এ অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে তাদের উৎসাহ, অনুপ্রাণিত করা হচ্ছে এবং অন্যরা অনুপ্রাণিত হবে। তাদের এ সফলতার ধারা যাতে অব্যাহত থাকে সেই আশাবাদ ব্যক্ত করেন। অ্যাওয়ার্ডপ্রাপ্ত অনেকে তাদের সফলতা ও অনুভূতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অ্যাওয়ার্ডপ্রাপ্তদের অভিভাবক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দারুল উম্মা ট্যালেন্ট ক্লাবের ছাত্রীরা ইসলামী নাশিদ পরিবেশন করে।

প্রসঙ্গত, ২০০৬ সালে প্রথম এক্সেল অ্যাওয়ার্ড প্রদান শুরু হয়।

(ঢাকাটাইমস/১৯নভেম্বর/সিকে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

দুবাইয়ে হাটহাজারী উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইউনুছ গণি চৌধুরীর সমর্থনে জনসভা

বৃহত্তর নোয়াখালী সোসাইটি বাহরাইনের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

রোম দূতাবাসে ‘প্রবাসী স্বার্থ ও স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সভা

মালয়েশিয়ায় বাংলাদেশি তরুণদের ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘রাজশাহী কিংস’

কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক  সম্মেলন অনুষ্ঠিত 

মোমেনের সাবেক স্ত্রী নাসিম পারভীনের মরদেহ উদ্ধার

আমিরাতে ইউনুছ গণি চৌধুরীর সমর্থনে জনসভা

পর্তুগালে ব্রাক্ষণবাড়িয়া কমিটির সভাপতি শাহাদুজ্জামান, সম্পাদক মানিক

বিএনপি-জামায়াত ধ্বংসের দ্বারপ্রান্তে: নাছিম

বাহরাইনে সাবের আহমেদের চাচা ও শাশুড়ির আত্মার মাগফেরাত কামনায় দোয়া

এই বিভাগের সব খবর

শিরোনাম :