পাবনা মানসিক হাসপাতালে অভিযান, তিন দালালের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, পাবনা
| আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ২০:০৮ | প্রকাশিত : ২২ নভেম্বর ২০১৭, ২০:০৭

পাবনা মানসিক হাসপাতালে অভিযান চালিয়ে তিন দালালকে আটক করেছে র‌্যাব। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। এছাড়া চারটি আইসক্রিম কারখানাকে ছয় লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাব জানায়, বুধবার র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের একটি দল পাবনা মানসিক হাসপাতালে অভিযান চালিয়ে রোগীদের প্রতারিত করার দায়ে উজ্জ্বল শেখ, মাসুদ রানা ও রহিম খান নামে তিনজন দালালকে আটক করে। পরে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউছুল আজম একজনকে তিন মাস এবং বাকি দুজনকে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

এছাড়া পাবনা বিসিক শিল্পনগরীতে আইসক্রিম কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ আইসক্রিম জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিএসটিআই-এর অনুমোদন ছাড়া, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য উৎপাদন ও বিক্রির দায়ে চারটি আইসক্রিম কারখানার মালিককে ছয় লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ আইসক্রিম আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসব অভিযানে বিএসটিআই-এর মাঠ কর্মকর্তা গোবিন্দ কুমার ঘোষ, জেলা স্বাস্থ্য পরিদর্শক মাহমুদ আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :