ধর্মপাশায় সীমানা নিয়ে সংঘর্ষে প্রভাষকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০১৭, ২০:৪০

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জমির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আবু তৌহিদ (৪০) নামে এক কলজে প্রভাষকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকালে সেলবরষ ইউনিয়নের কায়য়াম গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তৌহিদ সেলবরষ ইউনিয়নের কায়য়াম গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে ও জামালগঞ্জ ডিগ্রি কলেজের ইতিহাস বিষয়ের প্রভাষক। এঘটনায় পুলিশ আব্দুল খালেক (৬৫) ও আব্দুর রাজ্জাক (৫০) নামে দুজনকে আটক করেছে।

নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, কায়য়াম গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুর রাজ্জাকের সাথে নিহত আবু তৌহিদের সাথে বাড়ির সীমানা নিয়ে পূর্ববিরোধ ছিল। আজ শুক্রবার সকালে এ নিয়ে কথা কাটাকাটির এক প্রর্যায়ে দুজনের মাঝে হাতাহাতি হয়। পরে দুজনেই একে অপরকে লাঠি দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় আবু তৌহিদকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুরজিৎ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবার থেকে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে।

(ঢাকাটাইমস/১ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :