ভালুকায় গুলিতে ‘মাদক কারবারি’ নিহত

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
 | প্রকাশিত : ০৪ জুলাই ২০১৮, ১০:১৪

ময়মনসিংহের ভালুকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জামাল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন, যিনি মাদক কারবারি বলে দাবি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার গভীর রাতে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের খন্দকারপাড়া এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ডিবি পুলিশের দাবি, নিহত ব্যক্তি চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ ছয়টিরও বেশি মামলা আছে।

বন্দুকযুদ্ধের সময় ডিবি পুলিশের এএসআই জুয়েল, কনস্টেবল ফজলুল হকসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, রাত সোয়া দুইটার দিকে ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের খন্দকারপাড়া গ্রামস্থ আ. রউফ মিয়ার বাড়ির পশ্চিমে পাকা রাস্তার পূর্বে মাদক হাতবদলের খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ ও ভালুকা মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালাতে যায়। এ সময় মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপসহ গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

উভয়পক্ষের মধ্যে গোলাগুলির এক পর্যায়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে জালালকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক জালালকে মৃত ঘোষণা করেন।

আহত পুলিশ সদস্যদের ভালুকা উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ময়মনসিংহ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে ২০০ পিস ইয়াবা, চারটি গুলির খোসা, একটি বড় রামদা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে ভালুকা মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।

ঢাকাটাইমস/৪জুলাই/এমডি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :