জোট নেতাদের সতর্ক করলেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ জুলাই ২০১৮, ১৯:৩৩

কুমিল্লায় ২০ দলীয় জোটের শরিক এলডিপির সভাপতি অলি আহমেদের গাড়িতে হামলার কথা তুলে ধরে অন্য শরিক দলের নেতাদেরকেও সতর্ক করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। বলেছেন, তাদের ওপরও হামলা হতে পারে।

বৃহস্পতিবার কুমিল্লায় অলি আহমেদের গাড়িতে হামলার প্রতিবাদে শুক্রবার বিকালে রাজধানীতে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে সভায় যোগ দেন ২০ দলীয় জোটের নেতারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল বলেন, ‘কর্নেল অলি আল্লাহর রহমতে প্রাণে বেঁচে গেছেন। ২০ দলের অন্যান্যদের উপর আক্রমণ হতে পারে। তার আগে সতর্ক হতে হবে।’

‘জনগণের ভোট ছাড়া নির্বাচিত সরকার বলে তারা এমন আচরণ করার সাহস পাচ্ছে।'

‘কি দুর্ভাগ্য আমাদের! যারা ক্ষমতায় আছেন, তারা নাকি মুক্তিযুদ্ধের পক্ষের সরকার। তারপরেও কর্নেল অলির মত মুক্তিযোদ্ধারা আজ নিরাপদ নয়।'

সভায় জানানো হয়, এই ঘটনায় আমরা রবিবার মামলা করা হবে। আর এই মামলা যেন দ্রুত বিচার আইনে নেয়া হয় তার দাবিও জানানো হয়।

প্রতিবাদের অংশ হিসেবে শনিবার বেলা ১১টায় ২০ দল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের ঘোষণা দেয়।

এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদ অভিযোগ করেন, এই হামলা পরিকল্পিতভাবে করা হয়েছে এবং এখানে পুলিশের সহায়তা রয়েছে।

হামলাকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগান দিয়ে হামলা চালিয়েছে এবং ভিডিও চিত্র দেখে তাদের শনাক্ত করা গেছে বলেও দাবি করেন রেদোয়ান। বলেন, ‘হামলায় জড়িত ১১ জনকে শনাক্ত করা হয়েছে যার ১০ জন স্থানীয় যুবলীগ ও একজন ছাত্রলীগের কর্মী।’

এলডিপির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘আজ দেশে যেভাবে গুম, খুন, হত্যা চলছে, আমরা কেউ তার বাহিরে নই। এ আঘাত শুধু কর্নেল অলি আহমেদের উপর নয়, এ আঘাত ২০ দলের উপর, এ আঘাত দেশের উপর, দেশের উপর।‘

কল্যাণপার্টির সভাপতি সৈয়দ মোহাম্মদ ইবরাহিম বলেন, ‘আমাদের প্রতিবাদ জানানোর ভাষা নেই। আমরা রণাঙ্গনের সৈনিক, বর্তমান সরকার রণাঙ্গনের সৈনিকদের এক কোণে ফেলে দিতে চায়।’

ঢাকাটাইমস/১৩জুলাই/কারই/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :