নীলক্ষেতে ঢাবি ছাত্র-দোকানি হট্টগোল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ জুলাই ২০১৮, ২৩:৪৮ | প্রকাশিত : ১৯ জুলাই ২০১৮, ২৩:২৫

বইয়ের দাম নিয়ে বিরোধে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে রাজধানীর নীলক্ষেতে দোকানিদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে নীলক্ষেতের বইয়ের মার্কেটে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের জিলা হলের তাইজুল নামের প্রথম বর্ষের এক ছাত্রকে আটক করা হয়েছে বলে দাবি করেছে ছাত্ররা। কিন্তু পুলিশের পক্ষ থেকে এখনও কিছুই জানানো হয়নি।

নিউমার্কেট থানার ডিউটি অফিসার উপপরিদর্শক শাহজাহান সরকার ঢাকাটাইমসকে জানান, রাত সাড়ে আটটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নীলক্ষেতের বইয়ের মার্কেটে বই কিনতে যান। এসময় বইয়ের দাম কষাকষি নিয়ে দোকানি ও তার মধ্যে তর্ক হয়।

এক পর্যায় বই না নিয়ে ফেরত আসার সময় দোকানি ওই ছাত্রকে উদ্দেশ্য করে কটূ কথা বলেন।

পরে ওই ছাত্র ক্যাম্পাসে গিয়ে বন্ধুদের ডেকে নিয়ে আনেন এবং দোকানির সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায় দোকানি ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

নীলক্ষেতে বই ব্যবসায়ী মো শাহজাহান বলেন, ‘এক ছাত্রের বই কেনার সময় দাম নিয়ে একটু কথা কাটাকাটি হয় দোকানদারের সাথে। পরে সে বন্ধুদের ডেকে আনে এবং ঝামেলায় জড়ায়। এ সময় ব্যবসায়ীরা একত্রিত হয়ে তাদের বোঝানোর চেষ্টা করে। কিন্তু তারা না শুনলে পরে পুলিশ এসে বিষয়টি সমাধান করে।’

এই ব্যবসায়ীর দাবি, এই ঘটনায় চারজন দোকান কর্মচারী আহত হয়েছে। তবে তাদের নাম ঠিকানা বলতে পারেনি তিনি।

ঘটনার সত্যতা স্বীকার করে নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, ‘পরিস্থিতি এখন শান্ত। তবে কাউকে আটক করা হয়নি।’

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

ঢাকাটাইমস/১৯জুলাই/এসএস/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

২০৫০ সালের মধ্যে ঢাকার কার্বন নিঃসরণ কমানো হবে ৭০ ভাগ

দাবি না মানলে আমরণ অনশন: হুঁশিয়ারি শিক্ষক-কর্মচারী পরিষদের

প্রতিষ্ঠাবার্ষিকীতে শিশুদের মাঝে ১০ হাজার গাছ বিতরণ বাবুল্যান্ড ইনডোর প্লে-গ্রাউন্ডের

বন্যহাতির পায়ে পিষ্টে মৃত বাংলাদেশিদের ক্ষতিপূরণের দাবি

নয়াপল্টনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে দুই ঘণ্টায় ৮৭ মিলিমিটার বৃষ্টি, সড়কে ভোগান্তি

রাজধানীর সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় ডিএমপি কমিশনারের বিশেষ উদ্যোগ

পরশুরাম সমিতি ঢাকার উদ্যোগে আলাউদ্দিন নাসিমকে সংবর্ধনা

উত্তরায় বিআরটি প্রকল্পের প্রকৌশলীকে পিটিয়ে হত্যা: বাসের হেলপার গ্রেপ্তার 

পুরোনো রূপে ফিরছে লালকুঠি

এই বিভাগের সব খবর

শিরোনাম :