বগি লাইনচ্যুত: ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
| আপডেট : ২৬ আগস্ট ২০১৮, ১২:০০ | প্রকাশিত : ২৬ আগস্ট ২০১৮, ১১:৪৮
ফাইল ছবি

ময়মনসিংহের গৌরীপুরে মালবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রবিবার সকাল সাড়ে ৮টার দিকে গৌরীপুর উপজেলার বোকাইনগর রেল স্টেশনের কাছে এই ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে ভৈরব যাওয়ার পথে মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে গেছে। দ্রুত সময়ের মধ্যেই উদ্ধার কাজ শেষ হবে বলে জানিয়েছেন, কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মো. শরিফুল ইসলাম।

গৌরীপুর রেলওয়ে এটিএসআই রেজাউল করিম জানান, সকাল ৮টার দিকে ময়মনসিংহ থেকে ভৈরবগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে উদ্দেশে রওনা হয়েছে। বগি মেরামতের কাজ শেষ হলেই ফের ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান এই কর্মকর্তা।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আবদুল মান্নান ফরাজি জানান, ঘটনার পর ওই পথ দিয়ে ভৈরব হয়ে চট্টগ্রাম ও ঢাকার পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

মালবাহী ওই ট্রেন রেলওয়ের পাথর ও স্লিপার নিয়ে চট্টগ্রামে যাচ্ছিল জানিয়ে ওসি বলেন, উদ্ধারকারী ট্রেন রওয়ানা হয়েছে। লাইনচ্যুত বগি সরিয়ে নেওয়ার পর আবার লাইন চালু হবে।

(ঢাকাটাইমস/২৬আগস্ট/এমডি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :