অসীম তৃপ্তিতে অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪৫

৫৬ বছর জনসেবা করতে পেরে অসীম তৃপ্তিতে রয়েছেন বলে মন্তব্য করেছেন বর্ষীয়ান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বলেছেন, ‘জনসেবায় তৃপ্তি ছাড়া কিছু নেই। এই অসীম তৃপ্তি নিয়েই আছি।’

শনিবার রাজধানীর মিরপুরে ইনডোর স্টেডিয়ামে ডাচ-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘হয়তো আরও কিছুদিন বেঁচে থাকবো। কিন্তু এই তৃপ্তিতে কোনো ব্যত্যয় ঘটবে না। জীবনে হয়তো কোনো ত্রুটি বিচ্যুতি হয়েছে, কোনো কোনো বিচ্যুতি সংশোধনের সুযোগও হয়তো পেয়েছি। কিন্তু জনসেবা করার যে নির্মল তৃপ্তি তা থেকে কখনোই আমি বঞ্চিত হইনি।’

এসময় মন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকার শিক্ষিত মানুষ তৈরির কাজ করছে। দেশের মানুষকে শিক্ষিত করা গেলে দেশ এমনিতেই উন্নতির পথে এগিয়ে যাবে।’

অনুষ্ঠানে ৩ হাজার ৩১ জন শিক্ষার্থীকে বৃত্তিপত্র দেওয়া হয়। ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান সায়েম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/ডিএম

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :