একই জমিতে মিশ্র চাষে লাভবান কৃষক

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
 | প্রকাশিত : ০১ অক্টোবর ২০১৮, ১০:০২

ময়মনসিংহে একই জমিতে মিশ্র ফসলের চাষ করে লাভবান হয়েছেন এবং আরো লাভের সপ্ন বুনেছেন একজন কৃষক। জেলার মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের রসুলপুর গ্রামের আলাউদ্দিন আল আজাদ (হিরা) এখন একজন সফল কৃষক।

সরেজমিনে দেখা গেছে, এই কৃষকের প্রায় ১৯ একর জমিতে মিশ্র ফলবাগান আছে। সেখানে চাষ করেছেন পেঁপে, কলা, আনারস, আদা, লেবু প্রভৃতি ফসল।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, আমাদের পক্ষ থেকে প্রায় ৭৫০টি বারি মাল্টা-১ এর চারা দেয়া হয়েছে তার এই মিশ্র বাগানে। কৃষি বিভাগের পরামর্শে গত বছর এই বাগানটি করা হয়েছে।

আলাউদ্দিন আল আজাদ (হিরা) জানান, এ বছর ৩২শ’ টি এর মধ্যে ২৯শ’ টি ফলন্ত পেঁপে গাছ বিক্রি করেছি ৯ লাখ টাকা, সাড়ে ৪ হাজারটি কলা গাছের যার এখনও ফল ধরেনি তার দাম হচ্ছে ২২ লাখ টাকা। এছাড়াও আনারসের সাকার লাগানো হয়েছে ১ লাখ ৩০ হাজারটি। এখান থেকেও লাভের আশা করছেন তিনি।

উপজেলা কৃষি অফিসার নারগিস আক্তার জানান, আলাউদ্দিন আল আজাদ (হিরা) এখন উপজেলার অনুকরণীয়-অনুসরণীয় কৃষক।

(ঢাকাটাইমস/১অক্টোবর/এমডি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :