র‌্যাব কর্মকর্তার মানবিকতা

সিরাজুম সালেকীন
| আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩৯ | প্রকাশিত : ১১ জানুয়ারি ২০১৯, ১৯:৩৮

খুন হয়েছেন মা, হত্যার অভিযোগে আটক বাবা। পাঁচ বছরের বাচ্চা সাথীর কী হবে, এ নিয়ে দুশ্চিন্তার মধ্যেই বাবাকে আটক করা র‌্যাব কর্মকর্তা এগিয়ে আসলেন। জানালেন, শিশুটির পড়াশোনার দায়িত্ব নেবেন তিনি। তার জীবন সাজাতে আর যা যা করার দরকার সবই করবেন।

শিশুটি থাকবে অবশ্য তার মামা আনোয়ার হোসেনের কাছেই। পেশায় দিনমজুর এই মানুষটির একটি চাকরির ব্যবস্থাও করে দেবেন র‌্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম। তিনি র‌্যাব-১ এর অধিনায়ক।

সাথীর মা আফরোজা খাতুনকে খুনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন স্বামী শাহজাহান মিয়া। এই বিষয়টি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাথীর বিষয়টিও সামনে আসে। আর এখন তার কী হবে-জানতে চাইলে র‌্যাব-১ অধিকায়ক তাৎক্ষণিকভাবেই বলেন, ‘বাচ্চাটিকে আমি দেখব। তার জন্য যা যা দরকার করব।’

গত ৩ জানুয়ারি গাজীপুরের ভাওরাইদে আফরোজাকে গলাটিপে হত্যা করা হয়। স্বামী শাহজাহান মিয়া এই খুন করেছেন বলে র‌্যাবের তদন্তে বের হয়েছে।

এই বিষয়টি জানাতে আয়োজন করা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাথী এবং তার মামা আনোয়ারও। তবে তাদেরকে সাংবাদিকদের সামনে না এনে আলাদা একটি কক্ষে রাখা হয়। বোনের মৃত্যুতে শোকাহত ভাই আনোয়ার ভাগ্নি সাথীর কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। ঢাকা টাইমসকে বলেন, ‘আমার বাড়িতেই সে থাকবে। আমি সারা দিন কাজ করে যা ইনকাম করব তাই নিয়ে চলব। আমি দারিদ্র মানুষ হলেও ওকে (সাথী) পড়াশোনা শিখিয়ে করিয়ে বড় করব।’

এ সময় র‌্যাব-১ এর অধিনায়ক কথা বলে আশ্বস্ত করেন আনোয়ারকে। বলেন, শিশুটির পড়াশোনার খরচের জন্য তাকে ভাবতে হবে না। অধীনস্ত কর্মকর্তাদেরকেও শিশুটির বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি।

সারোয়ার ঢাকা টাইমসকে বলেন, ‘র‌্যাব-১ এর পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় মানবতার সেবায় কাজ করি। আমি নিজেও বিভিন্ন সময় অসহায় মানুষের সাহায্যে কাজ করেছি। শিশুটিকে দেখে আমার খুবই খারাপ লেগেছে। আমি ওর মামাকে বলেছি সে যেন নিজের দুই সন্তানের মত সাথীকে বড় করেন। আমি তার ও আনোয়ারের কর্মসংস্থানের ব্যবস্থা করব।’

ঢাকাটাইমস/১১জানুয়ারি/এসএস/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

পারিবারিক মূল্যবোধ রক্ষার ওপর জোর দিতে হবে: ভূমিমন্ত্রী

সরকার দুর্নীতি দমন না করে বিএনপি দমনে ব্যস্ত: সালাম

স্যাটেলাইট ইমেজে জানা যাবে কোথায় গাছ লাগাতে হবে: পরিবেশমন্ত্রী

উপজেলা নির্বাচন: ১২২ উপজেলায় প্রতীক বরাদ্দ সোমবার

বাংলাদেশে বিনিয়োগ করতে ইতালির ব্যবসায়ীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

ফুডসিস্টেম ড্যাশবোর্ডে সহজ হবে নীতিমালা প্রণয়ন: খাদ্য সচিব

নিরাপদ সড়ক গড়তে উবার-বিআরটিএ’র যৌথ উদ্যোগ

উন্নত বাংলাদেশ মানে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা: নৌ প্রতিমন্ত্রী

এপ্রিলে সড়কে ঝরেছে ৬৭৯ প্রাণ, ক্ষতি ২ হাজার কোটি টাকার বেশি

বস্ত্র ও পাটমন্ত্রীর কাছে ভিসাসহ তিন সমস্যায় সহযোগিতা চাইলেন কোরিয়ান রাষ্ট্রদূত

এই বিভাগের সব খবর

শিরোনাম :