ঢাবিতে ড. আরেফিনের স্মরণসভা

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জানুয়ারি ২০১৭, ১৯:০৭

বিশিষ্ট নৃবিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হেলালউদ্দিন খান শামসুল আরেফিন স্মরণে রবিবার আরসি মজুমদার আর্টস মিলনায়তনে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ ডিসেম্বর প্রথিতযশা এই নৃবিজ্ঞানী মৃত্যুবরণ করেন।

নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হাসান আল শাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. এইচ. কে. এস আরেফিনের বড় ভাই মহিউদ্দিন খান আলমগীন, বড়বোন নিলুফার বেগম, অধ্যাপক আরেফিন স্মরণসভা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম প্রমুখ।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক তাঁর স্মৃতিচারণ করে বলেন, বাংলাদেশে নৃবিজ্ঞানের একাডেমিক কার্যক্রম প্রচলনের ক্ষেত্রে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। উপাচার্য বলেন, ড. আরেফিনের সাথে যখনই কথা হতো যার বিষয়বস্তু হিসেবে থাকতো কিভাবে পড়াশোনার মান উন্নয়ন করা যায়, নৃবিজ্ঞানের গবেষণা এমনকি বিশ্ববিদ্যালয়ের বিদ্যায়তনিক উন্নয়ন পরিকল্পনা ইত্যাদি। কর্মচঞ্চল এই মানুষটি নিজের সুবিধার জন্য কখনও কিছু করেছেন বলে মনে পড়ে না। তাঁর স্মৃতি আমাদের ধরে রাখতে হবে, নতুন প্রজন্মের জন্য অধ্যাপক শামসুল আরেফিনের জীবন ও কর্ম অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

উপস্থিত অতিথিদের মধ্যে স্মরণসভায় অধ্যাপক আরেফিন সম্পর্কে স্মৃতিচারণ করেন অধ্যাপক ড. শাহেদ হাসান, অধ্যাপক ড. সাদেকা হালিম, রাশেদ রওনক খান, দর্শন বিভাগের অধ্যাপক ড. আনিসুজ্জামান, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মেসবাহ কামাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের অধ্যাপক ড. জহির আহমেদ ও চেয়ারম্যান তাসলিমা সুলতানাসহ প্রমুখ। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের শিক্ষক ও শিক্ষার্থীরা সভায় উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/দোহা/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

কুবিতে ত্রিমুখী সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ

ঢাকাসহ ৫ জেলার মাধ্যমিক স্কুল-কলেজ সোমবার বন্ধ, খোলা প্রাথমিক

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: ঢাকা ও চট্টগ্রামের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা

শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে ওঠার তাগিদ দিলেন শিল্পমন্ত্রী

ঢাকার তাপমাত্রা দেখে সারাদেশে স্কুল বন্ধ করা যুক্তিযুক্ত নয়: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ৪৮তম বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত 

তাপপ্রবাহের ঝুঁকির মধ্যেই খুলল শিক্ষা প্রতিষ্ঠান

বেরোবিতে উৎসবমুখর পরিবেশে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

কুবিতে গুচ্ছ পদ্ধতির ‘এ’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৮৭ শতাংশ

এই বিভাগের সব খবর

শিরোনাম :