ইন্দো-বাংলা ট্রেড ফেয়ার শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৫৭ | প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০৭

তিন দিনব্যাপী ইন্দো-বাংলা ট্রেড ফেয়ার-২০১৭ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

মেলা উদ্বোধনের সময় তোফায়েল আহমেদ জানান, ‘ভারত সবসময় বাংলাদেশের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। দেশটিতে বাংলাদেশের রপ্তানি বাড়ছে নিয়মিতভাবে।’ তবে রপ্তানির ক্ষেত্রে অ্যান্টি ডাম্পিং সমস্যার সমাধানের জন্য তিনি ভারত সরকারকে অনুরোধ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে আগের চেয়ে সম্পর্ক এখন অনেক ভালো। ফলে নিয়মিতভাবে দুই দেশের বাণিজ্য বাড়ছে। এরই ফলে দুই দেশের ৫ বিলিয়ন ডলারের বাণিজ্য পাইপ লাইনে রয়েছে।

মেলার আয়োজন করেছে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে এক্সট্রিম এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট সল্যুশন লিমিটেড। মেলায় অন্যান্য সহযোগিতা করেছে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ এবং ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনস।

মেলায় ৩০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। মেলায় অটোমোবাইল, প্রক্রিয়াজাত খাদ্য, হোম অ্যাপলায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল, পেইন্টস, ব্যাংকিং সেবা, পাওয়ার জেনারেশন, ইনসুরেন্স, টেক্সটাইল, সিমেন্ট ম্যানুফ্যাকচারসহ বিশেষায়িত খাতের প্রতিষ্ঠানসমূহ তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে।

আয়োজকরা জানান, এখানে যেসব কোম্পানি অংশগ্রহণ করছে তারা বাংলাদেশে ব্যবসা প্রসার করবে। এ মেলা বাংলাদেশ-ভারতের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে। এর মাধ্যমে বাংলাদেশে ভারতীয় বিনিয়োগ বাড়বে বলেও আশা প্রকাশ করেন তারা।

আইবিসিসিআইয়ের সভাপতি তাসকিন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ।

আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মেলা খোলা থাকবে।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/জেআর/এমআর)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

সোনালী ব্যাংকের শুদ্ধাচার বাস্তবায়ন সংক্রান্ত নৈতিকতা কমিটির সভা অনুষ্ঠিত

সেবা প্রত্যাশী টার্গেট গ্রুপের সঙ্গে বিএইচবিএফসি’র মতবিনিময় সভা

টেকসই অনুশীলনের মাধ্যমে প্রবৃদ্ধির হটস্পট হিসেবে আবির্ভূত হচ্ছে দেশ: শিল্পমন্ত্রী

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন‌্য নতুন প্রডাক্ট চালু করেছে জনতা ক্যাপিটাল

গ্রামীণফোন এবং টিভিএস অটো বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক

এসবিএসি ব্যাংকের ১১তম বর্ষপূর্তিতে স্মার্ট ব্যাংকিং সার্ভিস উদ্বোধন

এনআরবি ব্যাংক এবং এ এম জেড হাসপাতালের মধ্যে চুক্তি 

সোশ্যাল ইসলামী ব্যাংকের ফুটবল টিমের জার্সি উন্মোচন

বে গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি শামসুর রহমান মারা গেছেন

এই বিভাগের সব খবর

শিরোনাম :