কুষ্টিয়ায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ এপ্রিল ২০১৭, ১৫:২১
অ- অ+

কুষ্টিয়ার দৌলতপুরে হাফিজুল ইসলাম নামে এক যুবক হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হলেন দৌলতপুর উপজেলার পাকুড়িয়া গ্রামের পঁচা সর্দারের ছেলে আসাদুল সর্দার। সেই সাথে আরও পাঁচ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

সোমবার বেলা সাড়ে ১২টায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিজ্ঞ বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, ২০০৭ সালের ১৫ মার্চ বেলা সাড়ে ১১টায় জেলার দৌলতপুর উপজেলার পাকুড়িয়া গ্রামের আওয়াল মন্ডলের ছেলে হাফিজুল ইসলাম বাড়ির পাশের নিজের ভুট্টা ক্ষেত দেখার উদ্দেশ্য কালিগঞ্জ মাঠে যায়। এ সময় পূর্বশত্রুতার জের ধরে একই গ্রামের আসাদুল সর্দার ও তার ভাই সাইদুল সর্দার হাফিজকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার দিন নিহতের পিতা আওয়াল মন্ডল বাদী হয়ে আসাদুল সর্দার ও তার ভাই সাইদুল সর্দারকে আসামি করে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদের মধ্যে সাইদুল সর্দারের মৃত্যু হওয়ায় তাকে অব্যাহতি দিয়েছে আদালত। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসাদুল সর্দারের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আজ বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

(ঢাকাটাইমস/১০এপ্রিল/প্রতিনিধি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশে কোনো জঙ্গি নেই : ডিএমপি কমিশনার
মুরাদনগরের ওসি, কথিত সাংবাদিক ও যুবলীগ নেতাকে দিয়ে বিএনপির নাম জড়ানো হয়: কায়কোবাদ
‘দুঃখ প্রকাশ না করা পর্যন্ত শান্তি পাবে না আওয়ামী লীগ’
হাসিনা-রেহানা জয়-পুতুলের নামে সমন বিজ্ঞপ্তির নির্দেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা