মেসি-নেইমার-সুয়ারেজদের বিদায় করে দিল জুভেন্টাস

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ১০:২৬ | প্রকাশিত : ২০ এপ্রিল ২০১৭, ০৯:২৩

সেমিফাইনালে উঠতে হলে গতকালের ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে বড় জয়ের প্রয়োজন ছিল বার্সেলোনার। কিন্তু জয় তো দূরের কথা, প্রতিপক্ষের জালে একবারও বল পাঠাতে পারলো না মেসি-নেইমার-সুয়ারেজরা। বার্সেলোনার জালে একবারও বল জড়াতে পারেনি জুভেন্টাসও। ফলে, উফেয়া চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা ও জুভেন্টাসের মধ্যকার ফিরতি লেগের ম্যাচটি গোলশূন্য ড্রয়ে পরিণত হয়েছে।

এই ম্যাচটি গোলশূন্য ড্র হলেও সেমিফাইনালে উঠে গেছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। আর কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। কারণ, প্রথম লেগের ম্যাচে বার্সেলোনাকে ৩-০ গোলে হারিয়েছিল জুভেন্টাস।

গতকালের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে। কিন্তু হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে ভালো কিছু করতে পারলো না তারা। দুই ম্যাচ মিলিয়ে জুভেন্টাসকে একটি গোলও দিতে পারেনি বার্সেলোনা।

২০১৫ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচে বার্সেলোনার কাছে হেরে রানার আপ হয়েছিল জুভেন্টাস। এবার সেই বার্সেলোনাকে বিদায় করে সেমিফাইনালে উঠে গেল তারা। চ্যাম্পিয়ন্স লিগে মোট দুইবার চ্যাম্পিয়ন হয়েছে জুভেন্টাস।

১৯৮৫ সালে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তুলেছিল জুভেন্টাস। এরপর ১৯৯৬ সালে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হয় তারা। দুইবার চ্যাম্পিয়ন হওয়া জুভেন্টাস চ্যাম্পিয়ন্স লিগে রানার আপ হয়েছে মোট ছয়বার।

চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে সেমিফাইনালে উঠা চারটি দল হলো রিয়াল মাদ্রিদ (স্পেন), অ্যাতলেটিকো মাদ্রিদ (স্পেন), মোনাকো (ফ্রান্স) ও জুভেন্টাস (ইতালি)। আগামীকাল শুক্রবার সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/২০ এপ্রিল/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বিশ্বকাপের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্রের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

বাংলাদেশের বিশ্বকাপ দলকে নিয়ে যে বার্তা দিলেন মাশরাফি

অবসরের ঘোষণা দিলেন ভারতীয় কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রী

বিশ্বকাপ খেলতে মধ্যরাতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল

তাসকিনের বিশ্বকাপ খেলা নিয়ে বড় সুখবর দিলেন শান্ত

সাইফউদ্দিনের বদলে সাকিবকে দলে নেওয়ার নতুন ব্যাখ্যা দিলেন হাথুরু-শান্ত

বিশ্বকাপে বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য গ্রুপ পর্ব পার করা: হাথুরু

বাংলাদেশি পেসারকে নিজেদের দলে নিতে চান ভারতীয় অধিনায়ক

বিশ্বকাপের ফটোসেশন সারলেন শান্ত-সাকিবরা

বিকালে শান্ত-সাকিবদের সঙ্গে সাক্ষাৎ করবেন ডোনাল্ড লু

এই বিভাগের সব খবর

শিরোনাম :