বয়স ৬০ হলেও যৌন কামনা শেষ হয় না: আদালত

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ১৬:১৭ | প্রকাশিত : ২৪ এপ্রিল ২০১৭, ১৫:৩৩

রাজধানীর মানিকনগর মডেল স্কুলের কয়েকজন ছাত্রীকে যৌন হয়রানির দায়ে এক বৃদ্ধের সাত বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া রায়ে তার ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। ৬০ বছর বয়সী ওই বৃদ্ধের নাম মো. সেলিম।

সোমবার ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজীনা ইসমাইল এই আদেশ দেন।

মানিকনগর মডেল স্কুলের বেশ কয়েকজন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ২০১৩ সালের ১০ সেপ্টেম্বর মুগদা থানায় একটি মামলা করেছিলেন স্কুলটির প্রধান শিক্ষক ফেরদৌস ইসলাম।

মামলায় তিনি অভিযোগ করেন, ‘মানিকনগর মডেল স্কুল ছুটির সময় প্রায়ই স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতেন মুগদা থানাধীন, ৬/১ পূর্ব মানিকনগরের মো. সেলিম। স্কুল থেকে বের হওয়ার সময় তিনি ভিড়ের মধ্যে ঢুকে ছাত্রীদের স্পর্শকাতর জায়গায় হাত দেন। ছাত্রীদের অভিভাবকদের পক্ষ থেকে অভিযোগ আসার পর প্রধান শিক্ষক নিজে পর্যবেক্ষণ করে সেলিমকে ধরে পুলিশে দেন।’

মামলাটি তদন্তের পর ওই বছরের ২১ সেপ্টেম্বর মুগদা থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করেন।

রায়ের পর্যবেক্ষণে বিচারক উল্লেখ করেছেন, ‘বর্ষা শেষে শরৎ আসলেও বর্ষা যেমন একেবারে শেষ হয় না, তেমনি পুরুষের বয়স ৬০ হলেও যৌন কামনা চরিতার্থ করার আকাঙ্খা চিরতরে শেষ হয়ে যায় এমন বিশ্বাস করার কোনো কারণ নাই।’ সাক্ষ্যপ্রমাণে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন।

ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) আলী আসগর স্বপন বলেন, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকাটাইমস/২৪এপ্রিল/আরজে/এমআর

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

বিডিনিউজ সম্পাদক খালিদীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল দুদকের

পরীমনির আবেদনে পেছাল মাদক মামলার সাক্ষ্যগ্রহণ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা: পিনাকী ভট্টাচার্যকে অভিযুক্ত করে চার্জশিট, মুশফিককে অব্যাহতি

আগামী সপ্তাহ থেকে আপিল বিভাগে দুই বেঞ্চে বিচারকাজ চলবে

শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি

আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি

কক্সবাজারে কতজন রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

এই বিভাগের সব খবর

শিরোনাম :