তাপপ্রবাহ: যশোরে স্কুলে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু

যশোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৪, ১৩:৪৭| আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ১৪:২১
অ- অ+

তাপপ্রবাহের মধ্যে যশোরে স্কুলে গিয়ে অসুস্থ হয়ে আহসান হাবিব নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

রবিবার সকাল ৯টার দিকে যশোর সদরের আমদাবাদ হাইস্কুলে এই ঘটনা ঘটে। আহসান হাবিব যশোর সদর উপজেলার আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এজেডএম পারভেজ মাসুদ জানান, শিক্ষক আহসান হাবিব আজ সকালে মাঠে কাজ করে নয়টার দিকে বিদ্যালয়ে এসে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহাম্মদ আল হাসান বলেন, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। কী কারণে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া বলা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

প্রচণ্ড তাপপ্রবাহের কারণে ঈদ ও নববর্ষের ছুটি শেষ হলেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সময় পিছিয়ে ২৮ এপ্রিল নির্ধারণ করেছিল সরকার। স্কুল খোলার দিনই এক শিক্ষকের মৃত্যুর ঘটনা ঘটল। হিট স্ট্রোকে সারাদেশে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে।

এদিকে স্কুল খোলার দিনই আরও তিন দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/টিআই/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তোপের মুখে সিদ্ধান্ত বদল, ৫ দিন আগেই সাতক্ষীরার হিমসাগর বাজারে
২১ আগস্ট গ্রেনেড মামলায় খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি চলছে
মাহবুবুল হক নান্নু'র বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, প্রতিবাদ জানাল মহিলা দলের সাধারণ সম্পাদক
শেখ মুজিবের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বহাল রেখে সংশোধিত খসড়া উঠছে উপদেষ্টা পরিষদে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা