ব্রহ্মপুত্র নদ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ মে ২০১৭, ১৯:০০
অ- অ+
ফাইল ছবি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুর চর ইউনিয়নের কর্তিমারী ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিার দুপুর দুইটার দিকে কর্তিমারী ঘাট সংলগ্ন এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দুপুরে নদে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও এলাকাবাসীর সহযোগিতায় লাশ উদ্ধার করে দাফন করে।

এলাকাবাসী জানান, দুই দিন আগে নাম পরিচয়হীন এক অজ্ঞাত বয়স্ক ব্যক্তি কর্তিমারী ঘাট এলাকায় এসে অবস্থান নেন। পাগল প্রকৃতির এ ব্যক্তিকে খাবার দেয় এলাকাবাসী। তাদের ধারণা নদীতে গোসল করতে নেমে তার মৃত্যু হয়েছে। এব্যাপারে যাদুর চর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরবেশ আলী জানান, ব্রহ্মপুত্রের পানিতে গোসল করতে নেমে এক পাগলের মৃত্যু হয়েছে। পুলিশের সাথে আলোচনা করে তার দাফনের ব্যবস্থা করা হয়েছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহানী (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। থানায় একটি ইউডি মামলা হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সাথে আলোচনা করে তার দাফনের ব্যবস্থা করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৮মে/প্রতিনিধি/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
নরসিংদীতে নির্মাণাধীন কারখানায় হামলা, যুবদল নেতা গ্রেপ্তার
সোমবার ঢাকা ও নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা