বৃদ্ধের পায়ুপথে দেড় হাজার ইয়াবা

চট্টগ্রাম ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ মে ২০১৭, ১৮:০২| আপডেট : ২১ মে ২০১৭, ১৮:২২
অ- অ+
ফাইল ছবি

চট্টগ্রামে আলী আহাম্মদ (৭০) নামে প্রায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধের পায়ুপথ থেকে দেড় হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা রবিবার সকালে নগরীর কোতয়ালি থানার ফিরিঙ্গিবাজার এলাকায় অভিযান চালিয়ে এই বৃদ্ধকে আটক করে।

চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামিম আহাম্মদ জানান, গোপন সূত্রে খবর পেয়ে বৃদ্ধ আলী আহাম্মদকে ফিরিঙ্গিবাজার এলাকা থেকে আটক করা হয়। প্রথমে তার দেহ তল্লাশি করে কিছু পাওয়া যায়নি। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে পায়ুপথে বিশেষ কৌশলে ইয়াবা লুকিয়ে রাখার কথা স্বীকার করেন তিনি। এ সময় তার পায়ুপথ থেকে প্লাস্টিক মোড়ানো তিনটি প্যাকেটে দেড় হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এই ঘটনায় ওই বৃদ্ধের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামিম আহাম্মদ।

(ঢাকাটাইমস/২১মে/আইকে/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেসবুকে লাভজনক বিনিয়োগের প্রলোভন, শতাধিক মানুষকে ঠকিয়েছে নাইজেরিয়ান চক্রটি
সোনার দাম ভরিতে কমল ১৫৭৫ টাকা
কুমিল্লা সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
মিরপুরে বাসায় ঢুকে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা