লোডশেডিংয়ের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ মে ২০১৭, ১৬:৫১
অ- অ+

বিদ্যুতের অসহনীয় লোডশেডিং ও চাল-ডাল-চিনিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার কমিউনিস্ট পার্টি গাইবান্ধা জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।

গাইবান্ধা শহরের ১নং ট্রাফিক মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা সিপিবির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল প্রমুখ।

বক্তারা বলেন, বিদ্যুতের অসহনীয় লোডশেডিং-এ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই সরকার বিদেশ থেকে কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা খরচ করেও বিদ্যুতের লোডশেডিং কমাতে পারেনি। এই ব্যর্থতার দায় নিয়ে অবিলন্বে বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগ দাবি করেন তারা। তারা আরও বলেন, ১০ টাকায় চাল দেবে বলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সরকার ক্ষমতায় এসে এখন চালের কেজি ৪৫ টাকা হয়েছে। এছাড়া সামনে রমজান মাসকে ঘিরে অসাধু ব্যবসায়ীরা সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম দিন দিন বাড়িয়ে দিচ্ছে। তারা অবিলম্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করার দাবি জানান।

(ঢাকাটাইমস/২৪মে/প্রতিনিধি/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্যামলীতে দিন-দুপুরে ছিনতাই, চাপাতি, বাইকসহ গ্রেপ্তার ৩
বগুড়ায় দাদী ও নাতি বউকে গলা কেটে হত্যা  
যাত্রাবাড়ীতে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার 
কারফিউয়ে থমথমে গোপালগঞ্জ, যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা