দিনাজপুরে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  প্রকাশিত : ২৯ মে ২০১৭, ১৬:৪০
অ- অ+

দিনাজপুরের কাহারোলে বাস ও ভটভটি নসিমনের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৭ জন। সোমবার সকাল ১০টার দিকে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের রামপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুর জেলার কাহারোল উপজেলা দাউদপুর গ্রামের জয়নব বিবি ও চিরিরবন্দর উপজেলার গোচাহার গ্রামের মাজেদুর রহমান মাধু।

দিনাজপুর থেকে ছেড়ে আসা ঠাকুগাঁওগামী শাহী এন্টার প্রাইজ (গাজীপুর-জ-০৪০১৪৪) গাড়িটি দশমাইল-ঠাকুরগাঁও মহাসড়কের রামপুর মোড়ের পূর্ব পাশে অটোচার্জার ও অটোভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোচার্জার ও অটোভ্যান ধুমড়ে-মুচড়ে যায়। এতেই ঘটনাস্থলে এক মহিলাসহ ২ যাত্রী নিহত হন। আহত হয় আরো ৭ জন।

কাহারোল সার্কেল (এএসপি) মো. রুহুল আমীন ও কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনসুর আলী সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আলী সরকার এ ঘটনা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/২৯মে/এসএএস/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেক্সাসে হঠাৎ ভয়াবহ বন্যায় ২৪ জনের মৃত্যু, নিখোঁজ বহু শিশু
আন্দোলন এখন গলার কাঁটা, দিন কাটাচ্ছেন বহিষ্কার আর দুদক আতঙ্কে এনবিআর কর্মকর্তারা
ধামরাই কি আমাদের মনোজাগতিক পঁচনকেই দৃশ্যমান করল?
কারবালার নৃশংস ঘটনা: নেপথ্যে কারা?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা