নাটোরে বৃক্ষ রোপন ও পাখির নিরাপদ আবাসস্থল নির্মাণ

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ জুন ২০১৭, ১৭:১২
অ- অ+

নাটোরে পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা শুক্রবার সকালে নাটোরের সিংড়ায় অর্ধ শতাধিক আম, জাম, নিম, লিচু, হরতকিসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন কর্মসূচি পালন করেন। পাশাপাশি গাছে গাছে হাড়ি বেঁধে পাখিদের নিরাপদ আবাসস্থল গড়ে দিচ্ছেন।

এসময় উপস্থিত ছিলেন- চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, প্রচার সম্পাদক মহসিন আলম, পরিবেশ কর্মী প্রভাষক মনোয়ার সুলতান, সাবেক নৌ সার্জেন আবু বক্কর, পরিবেশ কর্মী ও সাংবাদিক শারফুল ইসলাম খোকন, কুরবান আলী, আবু কালাম প্রমুখ।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, একসময় পাখি ও মাছের অভয়াশ্রম ছিল চলনবিল। সেখানে বিচরণ করত নানা জাতের পাখি। অথচ এখন আর আগের মতো পাখির কলকাকলিতে মুখরিত হয় না চলনবিল। বিলুপ্ত হতে চলেছে অনেক প্রজাতির পাখি। তাই চলনবিলের প্রাকৃতিক সৌন্দর্য্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং পাখিদের বাঁচাতে উদ্যোগ নিয়েছে সংগঠনটি।

(ঢাকাটাইমস/৯জুন/প্রতিনিধি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৭ বছর পর কারামুক্ত লুৎফুজ্জামান বাবর
শিশুর চোখে ভুল অপারেশন করা সেই চিকিৎসক গ্রেপ্তার
বিদায়ী ভাষণে ‘বিপজ্জনক’ ধনিকতন্ত্রের থেকে মার্কিনিদের সতর্ক করলেন বাইডেন
বরিশালের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ঢাকা 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা