মির্জাপুরে পৌর কাউন্সিলরসহ সাতজন মাদকসহ গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ জুন ২০১৭, ১৬:৩০
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে মির্জাপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহীদুল ইসলাম মাসুমসহ সাতজনকে হেরোইনসহ গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার বিকালে ডিবি পুলিশ মির্জাপুর পৌর শহরের বাইমহাটী সওদাগর পাড়ায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। বুধবার দুপুরে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইন উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তাকৃত অন্যরা হলো মির্জাপুর বাজারের বাসিন্দা আরিফ হোসেন (৪০), সওদাগরপাড়ার বাহাদুর শাহ আলম (৪৬), রিপন আহমেদ (২৫), রতন মিয়া ((২৮), মীর হাবিবুর রহমান (২২) ও বুড়িহাটি গ্রামের ওমর আলী (৩২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে পৌর শহরের বাইমহাটী সওদাগর পাড়ায় এমদাদুল হক বাবুলের বাসার উত্তর পাশের একটি ঘরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে তিন গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তাকৃতদের বিরুদ্ধে মির্জাপুর থানায় একাধিক মামলা রয়েছে বলে মির্জাপুর থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান।

বুধবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হবে বলে ওসি জানান।

(ঢাকাটাইমস/১৪জুন/প্রতিনিধি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশে হাইকোর্টের স্থগিতাদেশ
জবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় গাবতলী পরিবহনের ১১ বাস আটক
ঢাকার দুই সিটিতে কাউন্সিলর পদে প্রশাসক নিয়োগের বিষয়ে ইশরাকের হুঁশিয়ারি
জয়পুরহাটে প্রাইভেটকার-ভ্যানের সংঘর্ষে নিহত ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা