খুশি থাকেন, দোয়া করবেন: সাংবাদিকদের খালেদা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ জুন ২০১৭, ২০:১৪ | প্রকাশিত : ১৫ জুন ২০১৭, ১৬:১১

দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার আদালতে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অন্যান্য দিন মামলা দুটিতে হাজিরা দিতে আদালতে গেলে কয়েক ঘণ্টা ধরে চলে মামলার কার্যক্রম। কিন্তু আজকে আদালতের কার্যক্রম প্রায় আধা ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়।

অন্যান্য দিন আদালতে প্রবেশ এবং বের হওয়ার সময় খালেদা জিয়ার ভালো ছবির জন্য গণমাধ্যমের ফটোগ্রাফারদের বেশ বেগ পেতে হয়। কারণ এই সময় তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ছাড়াও আইনজীবীরা তাকে ঘিরে থাকেন। ব্যতিক্রম হয়নি আজকের দিনও। যে কারণে বেলা পৌনে ১২টার দিকে বিএনপি প্রধান যখন আদালতে প্রবেশ করেন তখন অনেকেই ভালো করে ছবি তুলতে পারেননি।

তাই সবার অপেক্ষা ছিলো, আদালত শেষে বের হওয়ার সময় তার ভালো ছবি তুলবেন। কিন্তু বেলা সোয়া ১২টার দিকে খালেদা জিয়া যখন বের হয়ে গাড়িতে উঠবেন তখন ফটোগ্রাফারদের মধ্যে তাড়াহুড়া ছিলো বেশি। কারণ নিরাপত্তাকর্মীরা তাকে দ্রুতই গাড়ির ভেতরে নেয়ার চেষ্টায় ছিলেন।

এবারও মিস হতে পারে এই আশঙ্কায় কয়েকজন ফটোগ্রাফার বেগম খালেদা জিয়াকে হাত নেড়ে অপেক্ষা করার অনুরোধ করেন। অনুরোধে সারা দিয়ে গাড়িতে দাঁড়িয়ে হাত নেড়ে ফটোগ্রাফারদের ছবি নেয়ার সুযোগ করে দেন বিএনপি চেয়ারপারসন।

এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, ‘হাত তো সবসময়ই দেখাচ্ছি। আপনারাও খুশি থাকেন। আমার জন্য দোয়া করবেন।’

তার এমন কথায় উপস্থিত শীর্ষ নেতারা হেসে ওঠেন। তাদের সঙ্গে হেসে ওঠেন খালেদা জিয়াও। পরে হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে গুলশানের বাসার উদ্দেশে রওনা হন তিনি। ফটোগ্রাফাররাও ভালো ছবি তুলতে পেরে তৃপ্তির হাসি দিয়ে কাজ শেষ করেন।

ঢাকাটাইমস/১৫জুন/বিইউ/এমআর

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দেশের জনগণ আজ ভয়াবহ পরিস্থিতি অতিক্রম করছে: রিজভী

উপজেলা নির্বাচন ঘিরে বিএনপি-আ.লীগে অস্বস্তি, মাঠপর্যায়ে কেন উপেক্ষিত দলীয় সিদ্ধান্ত

প্রয়াত নেতা পিন্টুর কবর জিয়ারতে বিএনপি নেতারা

ট্রেনভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার চেয়ে কমলাপুরে সিপিবির বিক্ষোভ

জনগণের কাছে হেরে যাওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিন: ফারুক

দেশের জনগণ আওয়ামী লীগকে মীরজাফর হিসেবে চিনবে: রিজভী

শাসকগোষ্ঠীর রক্তচক্ষুর কাছে গণমাধ্যম বারবার আত্মসমর্পন করেছে: বাংলাদেশ ন্যাপ

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার

কে এই মামুনুল হক? যেভাবে পান ব্যাপক পরিচিতি

হেফাজতের সাবেক নেতা মামুনুল হক কারামুক্ত

এই বিভাগের সব খবর

শিরোনাম :