এবার মাটি কাটায় হাছান মাহমুদ

তানিম আহমেদ, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ জুন ২০১৭, ২১:২৮ | প্রকাশিত : ১৮ জুন ২০১৭, ১৭:৫৮

সংসদ সদস্যদের সাধারণের সঙ্গে মিশে কাজ করার ধারাবাহিকতায় এবার যোগ হলো আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদের নাম। অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক মেরামতে মাটি কেটেছেন তিনি। স্থানীয় এই সংসদ সদস্যের সঙ্গে অন্য যারা অংশ নিয়েছেন তারাও আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের কর্মী বলে জানিয়েছেন হাছান।

হাছানের মাটি কাটার ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। চিরাচরিত শার্ট-প্যান্ট আর স্যুট পড়া হাছানকে যারা এতদিন দেখেছেন, তারা লুঙ্গি, হাতাকাটা গেঞ্জি পরা আর মাথায় মাটির টুকরি বয়ে নিয়ে যাওয়া হাছানকে দেখে অবাক হয়েছেন অনেকেই।

ঢাকাটাইমসের সঙ্গে কথা হয়েছে হাছানের। তিনি জানান, রবিবার বিকালে রাঙ্গুনিয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ড এলাকার ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে অংশ নেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। এসময় তাদের সাথে অংশ নেন তিনি।

একজন প্রত্যক্ষদর্শী ঢাকাটাইমসকে বলেন, ‘এমপি সাহেব আমাদের সাথে মাটি কাটায় অংশ নেন। তিনি মাটি মাথায় নিয়ে রাস্তায় মেরামত অংশ নেন ‘

জানতে চাইলে হাছান মাহমুদ ঢাকাটাইমসকে বলেন, ‘অতিবৃষ্টির কারণে রাঙ্গুনিয়ার প্রায় ৪০ শতাংশ রাস্তায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আজ চারটা থেকে সাড়ে চারটা পর্যন্ত সেখানে কাজ করেছি। এখনও আমাদের দলের স্বেচ্ছাসেবকরা সেখানে কাজ করছে।’

সম্প্রতি বেশ কয়েকজন সংসদ সদস্য একই ধরনের কাজ করেছেন তাদের নির্বাচনী এলাকায়। শুরুতে এই কাজ করে নাম আসে কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের নাম। তিনি এলাকার রাস্তা মেরামতের কাজ করে আলোচনায় আসেন।

তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও একটি স্থাপনা তৈরির জন্য টুকরিতে করে মালামাল নিয়ে গেছেন মাথায় করে।

সম্প্রতি এই কাজ করে আলোচনায় এসেছেন সাতক্ষীরার শ্যামনগরের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বাঁধ রক্ষার কাজে অংশ নেন তিনি। তবে তার ছবি এবার প্রথম ছড়ালেও তিনি এর আগেও একই ধরনের কাজ করেছেন।

ঢাকাটাইমস/১৮জুন/টিএ/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এবারের জাতীয় নির্বাচন সহজ নয়: নাছিম

মৃত বিএনপি নেতাকে আড়াই বছরের সাজা

বিএনপির সন্ত্রাসের বিরুদ্ধে চুপ থাকা বুদ্ধিজীবীরা সুবিধাবাদী: তথ্যমন্ত্রী

নাশকতা মামলা: টুকু-জুয়েলের দুই বছরের কারাদণ্ড

নির্বাচনের নাটক মঞ্চস্থ করতে আ.লীগ দেশকে বিপর্যয়ের পথে ঠেলে দিয়েছে: গণতন্ত্র মঞ্চ

অবরোধের সমর্থনে ধানমন্ডিতে ছাত্রদলের মিছিল

শ্রমজীবী মানুষদের প্রতি নির্দয় আচরণ করছে সরকার: এবি পার্টি

স্বৈরশাসককে বিদায় করতে তীব্র আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই: এলডিপি

নির্যাতিত ও কারাবন্দি নেতাদের পরিবারের পাশে বিএনপি

সরকার অত্যন্ত সুকৌশলে পোশাক শিল্প ধ্বংসের নীল নকশা বাস্তবায়ন করছে: রিজভী

এই বিভাগের সব খবর

শিরোনাম :