পুঠিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জুন ২০১৭, ১৫:৫৫

রাজশাহীর পুঠিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার তারাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ওই দুই শিশু হলো- গ্রামের আকবর আলীর ছেলে সামী ইসলাম (৬) ও রনি হোসেনের ছেলে নয়ন আলী (৬)।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, ওই দুই শিশু গোসল করতে পুকুরে নেমেছিল। এরপর তারা গভীর পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তাদের লাশ পানিতে ভেসে ওঠে। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই দুই শিশুকে মৃত ঘোষণা করেন। এরপর পরিবারের সদস্যরা লাশ দুটি বাড়ি নিয়ে যান।

ওসি আরও জানান, খবর পেয়ে তারাপুরে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২০জুন/আরআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :